Thokbirim | logo

২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

সরলা হাগিদক ।। নীলু রুরাম

প্রকাশিত : মে ০৯, ২০২১, ১৬:৩৩

সরলা হাগিদক ।। নীলু রুরাম

আজ মা দিবসে নন্দিতা হাগিদকে মনে পড়ছে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ কালে মাত্র আট বছর বয়সে তাঁর মাকে হারিয়েছিল।

সে তখন কিই বা বুঝে! বিধাতার কি লিখন,তাঁর মা মারা যাবার পর তাঁকে তার দু’ভাইকে লালন পালনের জন্যে এগিয়ে এলো তাঁর মায়ের বড় বোন। তিনি নিজেরও কোন সন্তান ছিল না। নন্দিতার ভাষ্য, “সরলা হাগিদক আমার মায়ের বড় বোন।তিনিই আমাদেরকে লালন পালন করেছন এই মায়ের কোন সন্তানাদি নাই, আমাদেরকে পালন করতে হবে বলেই হয়তো ঈশ্বর উনাকে সন্তান দেন নাই। মায়ের অভাব কি আমরা বুঝিনি,মা আমাদেরকে অনেক আদর যত্ন করে মানুষ করেছেন। ধন্য আমার মা।আমার প্রথম ছেলে তিনি দেখে গেছেন। মা আমার ১৯৮৬ সনের মে মাসে মারা যান।”

এমন ভাগ্য কজনের হয়। আমি জীবনে মাতৃস্নেহ পাইনি। যদিও মা বৃদ্ধা  বয়সে মারা গেছেন। তাই আমি মাতৃস্নেহ কি অন্যান্যদের মত উপলব্ধি  করতে পারিনি। নন্দিতা হাগিদক ও তাঁর দু’ভাইদের ঈশ্বর তাঁদের জীবনে আরেক পরিপূর্ণা মমতাময়ী মা সহায়ককারী হিসেবে দিয়েছেন।

তাঁদের ঘোর বিপদে সহায়ক হয়েছেন সরলা হাগিদক। সাধুবাদ জানাই প্রয়াত: সরলা হাগিদকে আজ মা দিবসে। এমন ক’জন নারী আছে যে নি:সন্তান হয়েও ছোট বোনের সন্তানদের মাতৃস্নেহে লালন পালন করে! ধন্য সে নারী যে নিজের গর্ভের সন্তানের মত ছোট বোনের সন্তানদের দেকভাল করেছেন।অভিনন্দন জানাই এই দিবসে!

সকাল ০৮:২০, রোববার,  ০৯/০৫/৩০২১

রাণীখং,  নীলিমা হাউস।



মধুপুর জলছত্রে মানববন্ধন অনুষ্ঠিত

করোনায় পাহাড়ি আদিবাসীদের সংকটময় জীবন যাপন

করোনায় কেমন যাচ্ছে আদিবাসীদের জীবন 

করোনাকালীন তিনটি কবিতা ।। মতেন্দ্র মানখিন

একজন ভালো মনের মানুষ ব্রাদার গিয়োম ।।  কিউবার্ট রেমা

ttps://www.youtube.com/watch?v=WtVe7pOQaQ8&t=182s




সম্পাদক : মিঠুন রাকসাম

উপদেষ্টা : মতেন্দ্র মানখিন, থিওফিল নকরেক

যোগাযোগ:  ১৯ মণিপুরিপাড়া, সংসদ এভিনিউ ফার্মগেট, ঢাকা-১২১৫। 01787161281, 01575090829

thokbirim281@gmail.com

 

থকবিরিমে প্রকাশিত কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। Copyright 2020 © Thokbirim.com.

Design by Raytahost