Thokbirim | logo

১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

মহোৎসবে যিশুখ্রিস্টের জন্মদিন-বড়দিন পালিত

প্রকাশিত : ডিসেম্বর ২৬, ২০২৩, ১৩:২৮

মহোৎসবে যিশুখ্রিস্টের জন্মদিন-বড়দিন পালিত

সারাবিশ্বে মহোৎসবে খ্রিস্টযিশুর জন্মদিন (বড়দিন) পালিত হয়েছে। ২৫ ডিসেম্বর খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। বাংলাদেশের খ্রিস্টান সম্প্রদায়ের কাছে ২৫ ডিসেম্বর বড়দিন  নামে পরিচিত। এদিন বাংলাদেশের খ্রিষ্টধর্মের মানুষজন ধর্মীয় আচার, প্রার্থনা ও আনন্দ-উৎসবের মাধ্যমে দিনটি উদ্‌যাপন করেন।

খ্রিস্টান গারো অঞ্চলে বড়দিন নিয়ে আসে মহাআনন্দ। বড়দিনকে ঘিরে পুরো ডিসেম্বর মাসজুড়েই চলে নানান আয়োজন। খ্রিস্টান সম্প্রদায়ের কাছে ডিসেম্বর মাস হচ্ছে আগমনকাল। মাসের প্রথম রোববার মোমবাতি জ্বালিয়ে প্রার্থনার মাধ্যমে শুরু হয় যিশুখ্রিস্টের আগমেনের অপেক্ষা, প্রার্থনা, আরাধনা এবং নানান আয়োজন।

২৪ ডিসেম্বর বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় বড়দিন উৎসবের আয়োজন। সন্ধ্যারাতে প্রার্থনার পর সারারাত বাড়ি বাড়ি কীর্তনের মাধ্যমে প্রভু যিশুর আগমনবার্তা পৌছানো হয়।

২৫ ডিসেম্বর সকালে প্রত্যেক ধর্মপল্লির গির্জায়  প্রার্থনা শেষে বড়দিনের কেক কাটা হয় এবং কীর্তন অনুষ্ঠিত হয়।  দুপুরে প্রভুর ভোজের (নির্ধারিত বাড়ি) মধ্য দিয়ে উদযাপিত হয় বড়দিন উৎসব। বড়দিনকে কেন্দ্র করে চলে নানান অনুষ্ঠান। এদিন বিকালে ময়মনসিংহ ধর্মপ্রদেশের ধর্মগুরু বিশপ পনেন পল কুবি সিএসসি বিশপ হাউজের আমা আচিক রাসং জাদুঘরের অডিটোরিয়ামে বড়দিনের কেক কাটেন এবং সবার সাথে সহভাগিতা করেন এবং  মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয় যিশুখ্রিস্টে  জন্মোৎসব বড়দিন।

বড়দিন উপলক্ষে পরিবারের লোকজন দূরদূরান্তে অবস্থান করলেও নিজ বাড়িতে আসেন এবং পরিবারের সবার সাথে একত্রে বড়দিন উদযাপন করেন।

।। থকবিরিম বার্তা




সম্পাদক : মিঠুন রাকসাম

উপদেষ্টা : মতেন্দ্র মানখিন, থিওফিল নকরেক

যোগাযোগ:  ১৯ মণিপুরিপাড়া, সংসদ এভিনিউ ফার্মগেট, ঢাকা-১২১৫। 01787161281, 01575090829

thokbirim281@gmail.com

 

থকবিরিমে প্রকাশিত কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। Copyright 2020 © Thokbirim.com.

Design by Raytahost