Thokbirim | logo

২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

কবি পরাগ রিছিলের জন্মদিন আজ

প্রকাশিত : জুলাই ০৩, ২০২৩, ১৯:২৫

কবি পরাগ রিছিলের জন্মদিন আজ

আজ কবি পরাগ রিছিলের জন্মদিন। পরাগ রিছিল ১৯৮১ সালের এইদিনে (৩রা জুলাই)  হালুয়াঘাট থানার জয়রামকুড়া গ্রামে জন্মগ্রহণ করেন।

কবি পরাগ রিছিলের প্রথম কবিতার বই ‘ ঊমাচরণ কর্মকার; প্রকাশিত হয় ২০১০ সালে ঐতিহ্য প্রকাশনী থেকে।  এরপর তিউড়ি প্রকাশনী থেকে প্রকাশিত হয় দ্বিতীয় কাব্য ‘ ফুলগুলি ফুলকপির’-২০১৭ সালে। থকবিরিম থেকে প্রকাশিত হয়- লোক সাহিত্যের বই ‘খাবি’, ব্যঞ্জন মৃ’র লেখা গারো ভাষার কবিতা অনুবাদ ‘ ময়ূর ব্যঞ্জনা’ এবং জুয়েল বিন জহিরের সাথে যৌথভাবে গবেষণা গ্রন্থ ‘সাংসারেক মান্দিরাংনি ওয়ান্না’।

খাবি

গারো ভাষায় প্রকাশিত ‘খাবি’ কবি পরাগ রিছিলের সংগ্রহীত গারো লোকসাহিত্যের একটি গুরুত্বপূর্ণ বই।

গারো ভাষায় প্রকাশিত ‘খাবি’ কবি পরাগ রিছিলের সংগ্রহীত গারো লোকসাহিত্যের একটি গুরুত্বপূর্ণ বই।

কবি পরাগ রিছিলের কবিতার বই

কবি পরাগ রিছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হতে  ‘সরকার ও রাজনীতি’ বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

থকবিরিম পরিবারের পক্ষ থেকে কবি পরাগ রিছিলকে জন্মদিনের শুভেচ্ছা।

https://www.facebook.com/ThokbirimNews/videos/918644045901948

।। থকবিরিম বার্তা




সম্পাদক : মিঠুন রাকসাম

উপদেষ্টা : মতেন্দ্র মানখিন, থিওফিল নকরেক

যোগাযোগ:  ১৯ মণিপুরিপাড়া, সংসদ এভিনিউ ফার্মগেট, ঢাকা-১২১৫। 01787161281, 01575090829

thokbirim281@gmail.com

 

থকবিরিমে প্রকাশিত কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। Copyright 2020 © Thokbirim.com.

Design by Raytahost