Thokbirim | logo

৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শিক্ষা ।। Verb এর সাথে কখন s/es/ies যোগ হয়? ।। আবু হানিফ

প্রকাশিত : অক্টোবর ২৬, ২০২০, ০১:১৬

শিক্ষা ।। Verb এর সাথে কখন s/es/ies যোগ হয়? ।। আবু হানিফ

Verb এর সাথে কখন s/es/ies যোগ হয় ?

অনেক ছাত্র/ছাত্রী এই Confusion এ ভোগে থাকে। আমরা জানি, শুধু present indefinite Tense-এ subject যখন third person singular number  হয় কেবল সেক্ষেত্রে Verb এর সাথে s/es/ies যোগ হয়।

s/es/ies যোগ হরয়ার নিয়ম :

১    Verb শব্দের শেষে যদি ch, o,  s, sh, x, z থাকে তখন Verbটির শেষে  ‘es’ যোগ হয়।

Example: Match + es = matches, do + es = does, kiss+ es= kisses,   finish + es = finishes, mix+ es = mixes etc.

২.   Verb শব্দের শেষে যদি consonant + y থাকে তখন ‘y’ উঠে গিয়ে Verbটির শেষে  ‘ies’ যোগ হয়।

Example: Carry + ies = carries, bury + ies + buries, cry + ies = cries, marry + ies = marries etc.  

৩.  উপরের দুই নিয়ম প্রযোয্য না হলে বাকি সকল ক্ষেত্রে Ver টির শেষে  ‘s’ যোগ হয়।

Example: eat+ s= eats, see + s= sees, create + s= creates, know + s = knows etc.

আশাকরি Verbএর সাথে কখন s/es/ies যোগ হয় বিষয়টি বোঝাতে পেরেছি। ধন্যবাদ।



আবু হানিফ

বি.এ অনার্স , এম. এ (ইংরেজি) ও  বি. এড।

পরীক্ষক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ।

লেখক, নিউ ফ্রেন্ডস গাইড।

প্রভাষক, ইংরেজি বিভাগ

ঝিনাইগাতী মহিলা আদর্শ ডিগ্রি কলেজ,

শেরপুর ।

০১৭১১- ৯৯ ৮২ ৪৯

আবু হানিফ



নভেম্বরে নতুন গান ‘সালনি থেং’সুয়ে’ নিয়ে আসছে গারো ব্যান্ড দল-ব্লিডিং ফর সার্ভাইভাল

ওয়ানগালার তাৎপর্য ও গুরুত্ব || রেভা. মণীন্দ্রনাথ মারাক

সোমেশ্বরী(সিমসাং)নদীর অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

আত্মকথা ।। আমার বাইপাস অপারেশন ।। ফাদার ‍শিমন হাচ্ছা

সংগঠনের ৩১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএমএসসি

বাসন্তী রেমার হাতে তুলে দেওয়া হলো দুই লাখ পঁচাত্তর হাজার টাকা 

কোভিড-১৯ ।। নিজে সচেতন হই, অন্যকেও সচেতন করি।। মানুয়েল চাম্বুগং

সামনে আরো ভিন্ন ভিন্ন ভাষায় গান নিয়ে আসতে পারবো আশা করছি ।। পিংকি চিরান (এফ মাইনর)

গানের শিক্ষক পল্লব স্নাল স্মরণে ।। মতেন্দ্র মানখিন



 

ভিডিও






সম্পাদক : মিঠুন রাকসাম

উপদেষ্টা : মতেন্দ্র মানখিন, থিওফিল নকরেক

যোগাযোগ:  ১৯ মণিপুরিপাড়া, সংসদ এভিনিউ ফার্মগেট, ঢাকা-১২১৫। 01787161281, 01575090829

thokbirim281@gmail.com

 

থকবিরিমে প্রকাশিত কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। Copyright 2020 © Thokbirim.com.

Design by Raytahost