Thokbirim | logo

৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

করোনাকালীন তিনটি কবিতা ।। মতেন্দ্র মানখিন

প্রকাশিত : এপ্রিল ২১, ২০২১, ১৮:৫৩

করোনাকালীন তিনটি কবিতা ।।  মতেন্দ্র মানখিন

জল নেই দ্রাক্ষারস নেই 

জল নেই দ্রাক্ষারস নেই- শূন্য পানপাত্র

রুকক্ষ্ম শুষ্ক সব ওষ্ঠাগত প্রাণ

পিপাসায় কাতর খরতপ্ত বিরানভূমি

শুধু হাহাকার বৃষ্টিশূন্যকাল

শীর্ণ জ্বরাগ্রস্ত পৃথিবী পত্রপুষ্পহীন

সুর নেই ছন্দ নেই তপঃক্লিষ্ট সংসার

সব ভগ্নাংশে খা খা রোদ্দুর

কখনও অচেনা সংকেত পথভ্রষ্ট

নষ্টকষ্ট ব্যর্থতায় পথ চেয়ে থাকা।

মেঘ নেই বর্ষা নেই সঞ্জীবনী সুধা

শেকড়ে ভীষণ খরা

ফুল নেই শোভা নেই বিবর্ণ পাতাবাহার

অর্থহীন গীতবাদ্য মিথ্যে আয়োজন

উৎকণ্ঠ অন্ধকারে আলেয়ার খেলা।

জল নেই দ্রাক্ষারস নেই-২

জল নেই দ্রাক্ষরস নেই খুব মুখভার

নৃত্যপটিয়সী নারী।

গীতবাদ্য নেই নেই জলতরঙ্গ

নীরব নীরস সেই কান্না সাগর বিয়েবাড়ি

স্বাদে গন্ধে কোথা সেই পানীয়

রে-রে খাবি আজিয়ার মুখরিত দিন…?

‘থোসা-ফালসা’ নেই মটকিগুলো হাহাকার

বড় বেগতিক! হা-মুখে ফেরে অতিথি!

‘কাঙ্গালময় সময়’ সব কিছুই জলাঞ্জলি

রুরুদ্ধমান- জলশূন্য মেঘ উড়ে যায়

ব্যর্থ মনোরথ চাতকের প্রার্থনা

শূন্য জলঅশয় জলকেলি বিমুখ রাজহংস

যেদিকে চায় সাগর শুকিয়ে যায়…

বড় ম্লান, বিমর্ষ, কুষুম কুন্তলা পৃথ্বি

রূপ-রস-স্পর্শ গন্ধহীন

জল নেই দ্রাক্ষারস নেই

শুষ্কং কাষ্ঠং বৃন্দাবন বারমারি!

জল নেই দ্রাক্ষারস নেই-৩

জল নেই দ্রাক্ষারস নেই কাপেঁ দোলন চাঁপা

তৃষিত মেদিনী। ঝাপসা ঝাপসা চোখ

কাঠফাটা রোদ ঝিলিক মারে

কোকিলের ভীমরতি

মিথ্যে কুহুরব। বিরানভূমি মাঠঘাট প্রান্তর সব

জীবনটায় এফাঁটা প’ড়োবাড়ি

নীরব আর্তনাদ

বুক ধরাস ধরাস গলা শুকিয়ে কাঠ

বড় বিশ্রী ব্যাপার!

শীতল হাওয়ায় নেই বুক ভরে নিঃশ্বাস নেবার।

অনির্বাযভাবে দুর্দিন এসে ঢুককে পড়ে

সরলতার ফোকর দিয়ে

স্বাচ্ছন্দবোধ নেই ছন্দহীন কবিতা

লক্ষৗহীন চলতে থাকা ও সংসারে মন ও শরীর থেকে

তেল বের হয় ঘাম বের হয়

মেটে না তৃষ্ণা হরিণীর পিপাসিত মন।



একজন ভালো মনের মানুষ ব্রাদার গিয়োম ।।  কিউবার্ট রেমা

https://www.youtube.com/watch?v=dEhW1FDld14&list=UUIN1jWNhsu6FJvLX6wdQABg&index=18

 




সম্পাদক : মিঠুন রাকসাম

উপদেষ্টা : মতেন্দ্র মানখিন, থিওফিল নকরেক

যোগাযোগ:  ১৯ মণিপুরিপাড়া, সংসদ এভিনিউ ফার্মগেট, ঢাকা-১২১৫। 01787161281, 01575090829

thokbirim281@gmail.com

 

থকবিরিমে প্রকাশিত কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। Copyright 2020 © Thokbirim.com.

Design by Raytahost