Thokbirim | logo

১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মাসিক খুরাং ।। নীলু রুরাম

প্রকাশিত : জুলাই ১৩, ২০২১, ১০:৫৪

মাসিক খুরাং ।। নীলু রুরাম

আমি তখন লক্ষ্মীবাজারের থাকি। সাপ্তাহিক “প্রতিবেশীতে” কাজ করি। একদিন রোহিনী দ্রং আমার কাছে এলো। বলল, তারা কয়েকজন মিলে একটি গারো মুখপত্র প্রকাশ করতে আগ্রহী। কিন্তু ছাপাখানায় ছেপে নয় সাইক্লোস্টাইল করে ছাপাবে।
কাজটি আমি করতে পারি কিনা। আমি সম্মতি দিলাম এই শর্তে: কাগজ ও কালি সরবরাহ করতে দিতে হবে। আরেকটি শর্ত হল, সম্পাদনার কাজটি আমি করব যেহেতু আমি টাইপিং এর কাজটি আমি করব।
এরপর শুরু হল মাসিক খুরাং।
আমার সংগ্রহের ফাইলে পেলাম “১ম বর্ষ, ফেব্রুয়ারি, ১৯৭৭, খুরাং” রোহিনী দ্রং তখন অস্ট্রেলিয়ান দূতাবাসে কাজ করত। তখন দূতাবাসটি ছিল ঢাকার এক নম্বর বনেদী হোটেল পূর্বাণীতে। প্রতি মাসে রোহিনী কাগজ, স্টেনসিল পেপার ও এক টিউব করে মেশিনের কালি সরবরাহ করত। দলে সবাই বেকার। তখন সদস্যদের কারো চাকরি নেই। আমি দিচ্ছি শ্রম। টাইপিং, স্টেনসিল কাটা, সাইক্লোস্টাইল মেশিনে ছাপা সব আমার দ্বারা সম্পাদিত।
এভাবেই শুরু হল কতিপয় সাহিত্যমোদীদের দ্বারা ঢাকা থেকে শুরু হল গারো মাসিক পত্রিকা “খুরাং”
সত্তুর দশকের মাসিক খুরাং-এর সম্পাদনা সদস্যগণ :  Albert Mankin, Mree Shishir, Bijon Chambugong, Ruhini Drong, Malliks Chisim, Jarendrs Thigidi, later on George Ruram, Theophil Hajong, Milon Chisim & Shanta Mree.




সম্পাদক : মিঠুন রাকসাম

উপদেষ্টা : মতেন্দ্র মানখিন, থিওফিল নকরেক

যোগাযোগ:  ১৯ মণিপুরিপাড়া, সংসদ এভিনিউ ফার্মগেট, ঢাকা-১২১৫। 01787161281, 01575090829

thokbirim281@gmail.com

 

থকবিরিমে প্রকাশিত কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। Copyright 2020 © Thokbirim.com.

Design by Raytahost