Thokbirim | logo

২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

রে রে : হায়রে আমার কাঞ্জিয়া ।। নীলু রুরাম

প্রকাশিত : আগস্ট ২৯, ২০২৩, ১৬:৩৪

রে রে : হায়রে আমার কাঞ্জিয়া ।। নীলু রুরাম

সমর সাংমার রেরে নিয়েই শুরু করি তবে একটু আলাদা।  আমাদের রিফিউজিপাড়ায় জলিল বলে এক বাঙালি থাকত। গারো ভাষায় পটু। আবার রে রে গাইতে পারে,।  একদিন প্রাতঃভ্রমণে তাকে দেখে বললাম, রে রে গান করেন দেখি শুনি। শুরু করল,
বং বাজারের উজানে
বাতাস করে হাওরে হাও
প্রেম করব কেমনে
দূরা লাগে তোমার গাও।
একেবারে সাবলীলভাবে গাইয়ে শুনাল। উচ্চারণে কোন ত্রুটি নেই। আমার জানা মতে রাণীখং এলসকায় রে রে গানের তেমন চল নেই। শৈশবে এর চলন দেখেছি ও শুনেছি বামনপাড়া, মাধবপুর, চলতাপাড়া, ধানীপাড়ার লোকদের মুখে।  মদ খেয়ে আপনা আপনি রে রে গাইত। বেশি চল ছিল বিরিশিরি এলাকার দোয়ালদের মুখে। সমর সাংমার কথা মত তারা বং বাজারে যেত। কোথাও মদ খেলে সারা রাস্তা রে রে গেয়ে যেত। তারা বং বাজারেও বাণিজ্য করত।
সম্প্রতি আমি কিছু রে রে  লিখেছি। আমার স্বরচিত রে রে –
1.
Angade melacha Rengjanoro
Nokko kamba bangbia,
Nokni mande dongjaro
Nathok maringa borbila kanjia.
মেলায় যাইতে পারুম না
ঘরে আমার মেলা কাম
ঘরের মানুষ নাইরে ঘরে
মাছ মারছে কাঞ্জিয়া বিলে।
2.
Sitli bilo dongeming
Bange kuicha maria,
Aksa hindu bimade
Angna manthi kawaia.
সিতলি বিলে থাইকা
অনেক মারসি কুইচা
এক হিন্দু মহিলা গোপনে
পিডা খাওয়াইসে আমারে।
3.
Thangka paisa dongjaro
Mohajoncha ribaming,
Tangka korjo raiming
Bagmaracha reangna mingsoaming.
কানাকড়ি হাতে নাই
কর্জ করি মহাজনে
কর্জ টাকা লইয়া হাতে
যাইমু আমি বংবাজারে।
4.
Nokni mande alsia
Mamung kamna cholija,
Angko dokke wateta
Bagmaracha rengbona.
ঘরের মানুষ
কাম করে না
কোন কাজে চলে না।
মারধর করে আমারে
যাইতে বলে বংবাজারে।
5.
Saksa pante angnaba
murfu kawaia Bagmarao
Angko nik.ke bhulaya
Haibo anching Turacha.
একটা যুবক আমারে
মার্ফু খাওয়াইসে বাঘমারায়
আমারে ভুলাইয়া বলে কিনা
চল আমরা যাই তুরায়।
6.
Sipana kenne napchibila
Biring minga Rash Tila,
Saksa dara bifade
Jakko rime salroroa.
সিপাইয়ের ডরে লুকাইসিলাম
রাস টিলা নামক এক টিলায়
এক বেলাইজ্জা পরুষ মানুষ
আমারে ধইরা খাইতে চায়।
7.
Bani mechik aksan aksan
Burungo achonge doinga,
Burungni ruat chikode
Dengge burungni ongkatnua!
কোথাকার মাইয়া একা একা
জংগলে রইসে বইসা,
জোক খাইলে তোমারে
মজা পাইবা সারা শরীলরে।
8.
Nokni mande dong.gijao
Angna benming chu bitchi khawaia
Ia mechikde namjakonro
Nokni mandeko somal donna.
ঘরের মানুষ না থাকায়
আমারে, মাংস দিয়া মদ খাওয়াইসে,
মনডা কও এই মাইয়াডা
নিজের সোয়ামীরে ঠকাইতাসে।
9.
Nokni mande dongjaro
Anga aksan dongaro
Walo aksan dongnaba
Saksan baju dongjaro.
ঘরের মানুষ নাইরে ঘরে
একলাই ঘরে থাকিরে
রাইতে বেলায় একলা ঘুমাইতে
একজন সাথীও নাইরে।
10.
Mee falna rengno
Shibganjo bazarcha,
Rosgolla chano anga
Poisa donga angchaba.
ধান বেচতাম যাইবাম আমি
শিবগঞ্জ বাজারে,
টেহা আছে আমার কাছে
রসগোল্লা খাইবাম একলারে।
11.
Makbilkolni sora jol jol
Natok rimna sandia,
Saksa nomil angko nike
Baltisa chi gosata.
মাকবিলখল ছড়ায় আমি
মাছ ধরতে গেসিলাম
আমারে দেইখা এক যুবতী
পানি ছিটাইসে এক বালতি।
12.
Nomil:
Sorani chio anga saksan
Bean notte dongaming,
Angko nithate dongana
Angaba baltisa chi gosata.
য়ুবতীঃ
একা একা ছরার পানিতে
আপনমনে সিনান করসিলাম,
আমার উপর নজর লাগায়
পানি ছিটাইসি তার গায়।
13.
Borbila Kanjiao
Nathok marina ribamung
Angkode singi theketjok
Saksa pantesa jathengo,
samba site nametjok.
মাছ মারতে আইসিলাম
বরবিলা কাঞ্জিয়াতে,
হিং মাছের কাঁটা লাগসে
ঔষধ দিসে আরেক যুবকে।
14.
Kanjiani Singi natonide
Nammem bish dongaro,
Rama rina manjaode
Haibo angni nokcharo.
কাঞ্জিয়ার শিং মাছে
বহুত বিষ আছেরে,
বাড়িতে যাইবার না পারলে
আইও আমার ঐ বাড়িতে।
15.
Mathgor tilani Ranide
Diggi samba mannana,
Angko mikchaye naba
Diggi samcha maldilama?
মঠগড় টিলার রাণী নাকি
ডিগ্গি ঔষধির জানত গুণ
তুমিও আমারে এমন কইরা
ভুলাইতাসে আমার কচি মন।
16.
Dhaka sohorni battirangde
Walo jikmik dak.kana
Angabaro nina asikaming
Saksan baju manjanga.
ঢাহা শহরের রাস্তার বাত্তিগুলা
রাইতে করে বড়ই জিকিমিকি
আমার বড়ই মনডা চায়
কেউ আমার লগে যাইবানি।
17.
Nokko miasa dongjaro
Sa angko nirikno
Batchani gipin manderang
Nok kitchicha ghurie dongaro.
ঘরে আমার সোয়ামী নাইরে
কেডা আমারে দেকশন করব,
অচিন মানুষ ঘরের কাছে
কি কামে বা ঘুরতাসে।
18.
Banibamung ia mesa
Chubitchi ringe dongaringa,
Angni jako rimme aganinga
Haibo angming Americacha.
কোন জাইগার অচিন মানু
বইয়া রইসে খাইয়া লালপানি
আমার হাত ধইরা কয়
যাইবা তুমি আমেরিকায়?
19.
Jong ada dongjaro
Dhaka sohoro kamna renga.
Anga saksan nokkode
Walo dongna kenninga.
ভাইবোন ঘরে নাইরে
ঢাহা চইলা গেসেগা
রাইতে একা থাকিতে
মনে ডর লাগেরে।
20.
Chi baringa Simsang gango
Haibo sari jakka rai,
Botia natok ujaingjok
Aspan natok marina hai.
সিমসাং গাঙে পানি বাড়ছে
আইও সই মাছ মারতে,
বন্টিয়া মাছ উজাইতাসে
মারব মাছ বড়ই আনন্দেতে।
21.
Majalko thengri sikbodi
Kali baush ujaingjok,
Gang paro mandi gapjok
Majalcha nathok maringjok.
তাড়াতাড়ি জালডা সিলাও
কালি বাউশ উজাইতাসে,
ভরা মানুষ নদীর পাড়ে
জাল দিয়া মাছ ধরতাসে।
22.
Maming dongja
Moko songno
Chanchien manjasa,
Hai sari angmung damsan
Bondo patharo natok rimna.
কিযে করি, কিবা রান্ধি
নাই ঘরে, কোন কিছু,
আমার লগে চল সখি
বন্ধে গিয়া মাছ মারি।
23.
Mana nokko dongaringa
Gang par cha rengbo,
Lacho nathok doako
Nokgimikna kawaibo.
কি লাগি বইয়া রইস
নদীর পাড়ে চইলা যাও
উজাইতাসে লাচো মাছে
খাইমু সবাই ভাতের লগে।
Motendra Mankhin লিখেছে,
‘অামাদের এলাকায় বরবিলা কাঞ্জিয়াকে নিয়ে অনেক রে-রে অাছে। কিন্তু ঐ বিলটায় দেখা হয়নি আজও।”
এত দিন রেরে গাইলা, কোনদিন কৌতুহল জাগেনি জায়গাটি কোন এলাকায় ! সমর সাংমা জানান দিল-
“হা রে রে হা রে….
ছেলে: বং বাজার উজানে, বাতাস করে হাও হাও,
প্রেম করবো কেমনে দূরা লাগে
তোমার গাও,
হা রে রে, হা রে রে….
মেয়ে: বিরিশিরি বালুচর রামা রি’না জানেং’আ, রামা রি’না জানেং’আ
বিবাল গিচ্ছাক’গুবানাদে বংবেনেং বা নেং নেং আ, বংবেনেং বা নেং নেং আ,
হা রে রে হা রে রে….

-আজকের মত এখানেই সমাপ্ত।
Stephen Samar Sangm ‘র মতে “Re Re এগুলো ষাট এর দশকে আমাদের এলাকার উৎরাইল, গোহালিঢেউ, স্বল্পকরুনিয়া বাড়ইপাড়ার লোকজন অনেকেই শাক্কা খামা ব্যবসায় জড়িত ছিলো, খুব ভোরে বংবাজার/ বাঘমারা বাজারে মাল আনতে যেতো আর ফিরতে ফিরতে দেরী হত এমন কি রাত হতো। তখন ফেরার পথে, চু টু’ও খেয়ে আসতো, বিরিশিরি সোমেশ্বরী নদীর বালুচর পার হতে হতে এই ‘ফোক সং’ রেরে গাইতে গাইতে ফিরতো। তখন সেই শিবগঞ্জের এখনের নদীটা ছিলোনা পুরাতন সোমেশ্বরী নদীটাই ছিলো দূর্গাপুর দিয়ে পারাপার হতো। আমাদের বাড়ির পাশেই…ছিলো নদী। শীতের সময় নদী শুকিয়ে গেলে অনেকটা বালিরচর পার হতে হতো। তখন মান্দিরা মিয়া মিচিক এই রেরে গুলো গাইতো। আমার স্মৃতির পাতায় এগুলো এখনো বাজে। আমি মনে হয় ৬-৭ ক্লাশে তখন পড়ি ১৯৬২-৬৩’৬৪ সাল গুলুতে। এগুলো কোথাও শিখিনি, দেখিনি, লেখিনি….তবুও স্মৃতির পাতা থেকে কথাগুলো এসে পড়ছে।”
Protyush Bonowary মন্তব্য করেছেন, “সত্যি তাই, পার্বন গুলুতে এবং বিভিন্ন অনুষ্ঠানে চু’ খাওয়ার পর নেশা নেশা ভাব নিয়ে রে রে, আজিয়া, চলতো…..মনে আছে তাহলে….হ্যাঁ ভাই এখন শুধুই স্মৃতি। ভালো আছো নি:শ্চয়? খুউব।
ভালো থেকো।”
মতেনকে অনুরোধ করেছিলাম বড়বিলা কাঞ্জিয়া কেন্দ্রীক রেরেগুলো আপলোড করার। পেলাম না। হয়তো আরো কোন জায়গায় সংগৃহিত হয়ে আছে।




সম্পাদক : মিঠুন রাকসাম

উপদেষ্টা : মতেন্দ্র মানখিন, থিওফিল নকরেক

যোগাযোগ:  ১৯ মণিপুরিপাড়া, সংসদ এভিনিউ ফার্মগেট, ঢাকা-১২১৫। 01787161281, 01575090829

thokbirim281@gmail.com

 

থকবিরিমে প্রকাশিত কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। Copyright 2020 © Thokbirim.com.

Design by Raytahost