Thokbirim | logo

২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

আমরা ভালো নেই ।। নীলু রুরাম

প্রকাশিত : জুলাই ০৮, ২০২১, ২২:০৬

আমরা ভালো নেই ।। নীলু রুরাম

আমরা ভালো নেই

প্রতিদিন গভীর রাতে অটো চলে,

হয়তো চলে মিনি ট্রাক

বা হাইয়েশ মাইক্রোবাস।

আজকাল শহুরে জনগণ

অর্থনৈতিক সংজ্ঞায় গ্রামে ‘আমদানি’ হচ্ছে।

করোনায় ঠিকানা আর শহরভিত্তিক নেই।

কালাচাঁদপুরের জনপদ এখনো কাঁদে

সন্ধান করে সেই রঙিন মনের মানুষদের।

আর বসছে না জমজমাট আসর।

শহুরে নাগরিক এখন পদচারণা করে গ্রামে গঞ্জে।

মনে এক বিরাট নিরাশার জমাট বাঁধা পাথর,

ক্ষণে ক্ষণে তাকে নগরের জীবনযাত্রায় টানে!

অথচ, এগুলো এখন সবই অতীত।

যুবক-যুবতীদের রঙিন ভবিষ্যতটা

আজকাল অন্ধকারে মুখ থুবড়ে পড়ে আছে।

সবই এক মরণব্যাধি করোনার প্রকোপে

শহুরে আর গ্রামগঞ্জের জীবনধারাকে

আমূল পাল্টিয়ে দিয়েছে।

সবারই একই  অনুভূতি :

আমরা ভাল নেই!

আর্থিক মন্দায় এখন জীবনে

এক অদ্ভূত পরিবর্তন,

সবারই একই কথায়

আমরা ভাল নেই!

নিষ্ঠুর করোনা গোটা জাতিকে

অর্থনৈতিক মন্দায় উন্নয়নের গতিধারাকে

আকস্মাৎ অচল করেছে।

কবে আলোর মুখ দেখা দেবে

কে জানে!

###

রাত ১৯:৫৩  বৃহস্পতিবার, ৮ জুন, ২০২১,  রাণীখং নীলিমা হাউস।






সম্পাদক : মিঠুন রাকসাম

উপদেষ্টা : মতেন্দ্র মানখিন, থিওফিল নকরেক

যোগাযোগ:  ১৯ মণিপুরিপাড়া, সংসদ এভিনিউ ফার্মগেট, ঢাকা-১২১৫। 01787161281, 01575090829

thokbirim281@gmail.com

 

থকবিরিমে প্রকাশিত কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। Copyright 2020 © Thokbirim.com.

Design by Raytahost