Thokbirim | logo

৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

থকবিরিম সাহিত্য পত্রিকার ‘ মণীন্দ্রনাথ মারাক’ সংখ্যার জন্য লেখা আহ্বান

প্রকাশিত : জানুয়ারি ২৭, ২০২২, ১৪:২৩

থকবিরিম সাহিত্য পত্রিকার  ‘ মণীন্দ্রনাথ মারাক’ সংখ্যার জন্য লেখা আহ্বান

থকবিরিম সাহিত্য পত্রিকার নতুন সংখ্যা প্রকাশ হতে যাচ্ছে। গারো জাতিসত্তার পণ্ডিতজন রেভা. ‘ মণীন্দ্রনাথ মারাক’ কে নিয়ে নতুন সংখ্যাটি প্রকাশ হবে বলে জানা গেছে। নতুন সংখ্যার জন্য লেখা আহ্বান করে থকবিরিম ফেসবুক-এ ঘোষণা দেন।

রেভা. মণীন্দ্রনাথ মারাক একজন পণ্ডিতজন, শিক্ষাবিদ ও সমাজ চিন্তাক। তিনি ১৯৩৭ সালে জন্মগ্রহণ করেন। থকবিরিম থেকে ইতোমধ্যে লেখকের দুটি গ্রন্থ-১. রচনা সংগ্রহ ২. বিরিশিরি মিশন ও ব্যাপ্টিস্ট মণ্ডলীর ইতিহাস নামে প্রকাশিত হয়েছে।

থকবিরিম গারো শিল্প-সাহিত্য-সংস্কৃতি নিয়ে কাজ করছে। ইতোমধ্যে থকবিরিম লেখক সুভাষ জেংচাম, লেখক মণীন্দ্রনাথ মারাক-এর জন্ম উৎসব উপলক্ষে বিশেষ সংখ্যা প্রকাশ করেছে এবং তরুন কবি শাওন রিছিল স্মরণ সংখ্যা প্রকাশ করেছে।।  এছাড়াও থকবিরিম নিয়মিত সাহিত্যপত্র প্রকাশ করে যাচ্ছে।

।। থকবিরিম বার্তা




সম্পাদক : মিঠুন রাকসাম

উপদেষ্টা : মতেন্দ্র মানখিন, থিওফিল নকরেক

যোগাযোগ:  ১৯ মণিপুরিপাড়া, সংসদ এভিনিউ ফার্মগেট, ঢাকা-১২১৫। 01787161281, 01575090829

thokbirim281@gmail.com

 

থকবিরিমে প্রকাশিত কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। Copyright 2020 © Thokbirim.com.

Design by Raytahost