Thokbirim | logo

৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

আদিবাসী সাহিত্য বিষয়ক মাসব্যাপী ভার্চুয়াল সাহিত্যানুষ্ঠানের আজ সমাপনী অনুষ্ঠান

প্রকাশিত : সেপ্টেম্বর ১৮, ২০২১, ১৩:২০

আদিবাসী সাহিত্য বিষয়ক মাসব্যাপী ভার্চুয়াল সাহিত্যানুষ্ঠানের আজ সমাপনী অনুষ্ঠান

” বাংলাদেশের আদিবাসী সাহিত্য: অনুদ্ঘাটিত এক গোপন ঐশ্বর্য ”-মূল সুরকে ধারণ করে পুরো বাংলাদেশের আদিবাসী সাহিত্য বিষয়ক মাসব্যাপী(১৭ আগস্ট- ১৮ সেপ্টেম্বর) ভার্চুয়াল সাহিত্যানুষ্ঠানের আজ শনিবার রাত ৮.০০ মিনিট (১৮ সেপ্টেম্বর ২০২১) সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। অনুষ্ঠানটি থকবিরিম ও মনিপুরি সাহিত্য পত্রিকা ‘ কথা’র ফেসবুক পেজ থেকে সরাসরি দেখতে পাবেন পাঠকবৃন্দ।
সমাপনী অধিবেশনে উপস্থিত থাকার সম্মতি প্রকাশ করেছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, লেখক সঞ্জীব দ্রং, লেখক শিশির চাকমা, লেখক মথুরা বিকাশ ত্রিপুরা,  লেখক ও সমাজকর্মী তনুবাবু হামোম, গীতিকবি ও বিরিশিরি কালচারাল একাডেমির পরিচালক সুজন হাজং। শুভেচ্ছা বক্তব্য রাখবেন লেখক আনন্দ জ্যোতি চাকমা, কবি ও থকবিরিম সম্পাদক মিঠুন রাকসাম এবং সমাপনী বক্তব্য রাখবেন কবি ও সম্পাদক হামোম প্রমোদ। সম্মানিত অতিথিদের আলোচনার পাশাপাশি ১. বিভিন্ন ভাষার কবিতা পাঠ / আবৃত্তি । ২. বিভিন্ন ভাষার গান এবং ৩. নৃত্য  পরিবেশিত হবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন লেখক ও মানবাধিকারকর্মী সোহল হাজং।
মাসব্যাপী আদিবাসী সাহিত্য সম্মেলটি আয়োজন করেছে :
বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ।
চিটাগং হিল ট্র্যাক্টস রাইটার্স ইউনিয়ন।
থকবিরিম।
মণিপুরী মিরর ।
উল্লেখ্য, ১৭ আগস্ট থেকে মাসব্যাপী শুরু হওয়া  এই সাহিত্যানুষ্ঠানে আদিবাসী সাহিত্যের পাশাপাশি বাংলা সাহিত্যের প্রখ্যাত কবি, লেখক, গবেষক, চিন্তকগণ অংশগ্রহণ করেছেন।

।।থকবিরিমবার্তা






সম্পাদক : মিঠুন রাকসাম

উপদেষ্টা : মতেন্দ্র মানখিন, থিওফিল নকরেক

যোগাযোগ:  ১৯ মণিপুরিপাড়া, সংসদ এভিনিউ ফার্মগেট, ঢাকা-১২১৫। 01787161281, 01575090829

thokbirim281@gmail.com

 

থকবিরিমে প্রকাশিত কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। Copyright 2020 © Thokbirim.com.

Design by Raytahost