Thokbirim | logo

৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

তোমায় নিয়ে পাখির মত উড়বো ।। অন্তর হাজং

প্রকাশিত : মে ১৮, ২০২১, ১৬:৫৬

তোমায় নিয়ে পাখির মত উড়বো ।। অন্তর হাজং

সেদিন প্রচণ্ড রোদ ছিল আকাশে

বাসায় বসে কিছু লিখার চেষ্টা করছি,

 ক্লান্ত শরীরে দু চোখ বুজে যাচ্ছে!

হঠ্যাৎ সদ্য বিবাহিত বর এর ফোন,

আজ কনে বাড়ি যাচ্ছি,

রেডি হয়ে তাড়াতাড়ি চলে আয়!

জিরো পয়েন্টের রাস্তায় গাড়ির জন্য

ঘন্টার পর ঘন্টা অপেক্ষার

পর যখন বাসায় ফিরব ভাবি,

অবশেষে গাড়ির দেখা!

বর কনে আর পরিচিত সব

সাজুগুজু মুখগুলো সবাই একসাথে,

পাড়ি দিই আমাদের  বিখ্যাত সোমেশ্বরী নদী,

আর সন্ধ্যে বেলার নীরব মনপুরার রাস্তাঘাট!

কনে বারি পৌঁছি,

হঠ্যাৎ একটি নীল শাড়ি পরনের

 অসম্ভব সুন্দরী একটি মেয়ে

মায়ামাখা মুখ নিয়ে,

সামনের দিকে এগিয়ে এলো

আর আমি তাকিয়ে থাকি,

বার বার তাকিয়ে থাকি!

শত শত বার..

সেদিনের রাতটি ছিল

 আনন্দের একটি  রাত!

 তার সাথে গল্প বলা,

তার চোখে চোখ রাখা!

তার ভাললাগার নাচ গান  

সকলের হুইহল্লোর আনন্দ ছিল বেশ!

তার মায়ামাখা মুখ দেখে সকাল হওয়া!

আর তার পাশে বসে থাকা,

তার অসম্ভব সুন্দর মুখ

দেখে দেখে ব্রেকফাস্ট করা!

তার সাথে ছুটে চলা,

ঐ মেঘালয় ঘেঁষা অটল পাহাড়ে

আঁকাবাঁকা ছোট নদী,

ফুল আর ফলের বাগান

আর তার সীমাহীন সৌন্দর্য!

আমাকে মুগ্ধ করেছে!!!

তার সাথে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে

দুর্বার গতিতে ছুটে চলা,

ইচ্ছে করেছিল,  ঐ দূর নীল আকাশে,

তাকে  নিয়ে পাখির মত উড়বো

ডানা মেলে!!!!



গারো ভাষায় জেগে ওঠার গান -হাই আনচিং খ্রেংনা

প্রমোদ মানকিন স্মরণে কবি মতেন্দ্র মানখিনের কবিতা

করোনায় পাহাড়ি আদিবাসীদের সংকটময় জীবন যাপন

করোনায় কেমন যাচ্ছে আদিবাসীদের জীবন 

করোনাকালীন তিনটি কবিতা ।। মতেন্দ্র মানখিন

একজন ভালো মনের মানুষ ব্রাদার গিয়োম ।।  কিউবার্ট রেমা

 


https://www.youtube.com/watch?v=eUFX7tTvm0U&t=24s



মধুপুর জলছত্রে মানববন্ধন অনুষ্ঠিত

ttps://www.youtube.com/watch?v=WtVe7pOQaQ8&t=182s




সম্পাদক : মিঠুন রাকসাম

উপদেষ্টা : মতেন্দ্র মানখিন, থিওফিল নকরেক

যোগাযোগ:  ১৯ মণিপুরিপাড়া, সংসদ এভিনিউ ফার্মগেট, ঢাকা-১২১৫। 01787161281, 01575090829

thokbirim281@gmail.com

 

থকবিরিমে প্রকাশিত কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। Copyright 2020 © Thokbirim.com.

Design by Raytahost