Thokbirim | logo

২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

সুজন হাজং-এর দুটি কবিতা

প্রকাশিত : জুলাই ০৪, ২০২১, ১০:০৮

সুজন হাজং-এর দুটি কবিতা

টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মতো

টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মতো তোমার দুটি চোখ !
হে দেবী আমি সন্তর্পণে এসেছি তোমার কাছে ইতিহাসের জীর্ণ পাতা ছিঁড়ে।
তুমি গ্রিক পুরাণে ভালোবাসার দেবী ভেনাসের মতো সুদর্শিনী, তোমার কারুকার্যমণ্ডিত অবয়ব যেন মিসিসিপি নদীর বাঁধ ভেঙে যাওয়া মুহূর্তের মতো !
তুমি তারুণ্যদীপ্ত যুবকের চোখে যৌনতার এক অপূর্ব কালজয়ী সৃষ্টি!
আমি সুপ্রাচীন মেসোপটেমিয়া সভ্যতার ভূগর্ভে বিলিন হয়ে যেতে চাই তোমার জন্য !
তুমি একবার মৌনতা ভেঙে বেরিয়ে এসো
আমার ভালোবাসাহীন ধূসর পৃথিবীর বুকে !
জানি তুমি বেথেলহামের সেই পবিত্রভূমিতে দাঁড়িয়ে আমার জন্য প্রার্থনা করবে না,
তুমি যিশু খ্রিস্টের মতো আমার বুকে ক্রুশ বিদ্ধ করে রক্তাক্ত করলেও
আমি তোমাকে ক্ষমা করে দেবো !
আমি ক্ষমা, প্রেম ও ভালোবাসার প্রতীক হয়ে বেঁচে থাকতে চাই তোমার অখণ্ড হৃদয়ে !
একদিন আমার কাছে তোমার ফিরে আসতেই হবে,
সেদিন আমি চুষে নেব তোমার ঘাম তোমার অশ্রু !

একদিন সমুদ্র ভ্রমণে এসো

লী মিরিডিয়ানের সুইমিং পুলের মতো সাম্পানের সামনে ধানমন্ডির লেকটিতে কালারফুল লাইট ছিল না,
তুমি চেয়েছিলে সেই লেকটির মাঝখান থেকে আমি সাঁতার কেটে তোমার জন্য একটি শাপলা ফুল এনে দেই!
বসন্ত ছোঁয়া মনের ভেতর ডুব সাঁতার কাটতে পারিনি কোনদিন!
নব পল্লবে শোভিত উদ্যানে সুগন্ধি ফুলে স্বপ্নের চাষাবাদ দেখেছি!
একটি শাপলা ফুলের ভালোবাসা নয়,
আমি তোমার জন্য ভালোবাসার নীল অপরাজিতা এনে দেব,

এনে দেব নিষ্প্রভ হয়ে যাওয়া বিকেল থেকে এক মুঠো মিষ্টি রোদ!
বৈরাগ্যের কাছে প্রেম-বিরহের হিসেব কষতে এসো না, ফিরে যাও প্রিয়তমা!
স্মৃতি রোমান্থনে একদিন সমুদ্র ভ্রমণে এসো, দেখা হবে।



সুজন হাজং হাজং জাতিসত্তার বিশিষ্ট গীতিকার ও কবি। প্রকাশিত সম্পাদিত গ্রন্থ : ‘ওয়ানগালা উৎসব-২০২১’ এবং ‘ দেউলী উৎসব ২০২১’। বর্তমানে সুজন হাজং নেত্রকোণা জেলার দুর্গাপুর থানার বিরিশিরিস্থ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।






সম্পাদক : মিঠুন রাকসাম

উপদেষ্টা : মতেন্দ্র মানখিন, থিওফিল নকরেক

যোগাযোগ:  ১৯ মণিপুরিপাড়া, সংসদ এভিনিউ ফার্মগেট, ঢাকা-১২১৫। 01787161281, 01575090829

thokbirim281@gmail.com

 

থকবিরিমে প্রকাশিত কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। Copyright 2020 © Thokbirim.com.

Design by Raytahost