Thokbirim | logo

২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

জাগো হাজং যুবশক্তি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদেই হোক মুক্তি ।। অন্তর হাজং

প্রকাশিত : সেপ্টেম্বর ২০, ২০২১, ২২:০৯

জাগো হাজং যুবশক্তি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদেই হোক মুক্তি ।। অন্তর হাজং

“ময় একরা তিমাদ, ময় একরা তিমাদ হয়ে আরেকরা তিমাদলা মান বাঁচাব, মুরিব লাগিলে মুরিব” এর অর্থ  আমি একজন নারী,একজন নারী হয়ে আরেকজন নারীর সম্ভ্রম রক্ষা করব, মরতে হয় মরবো। মাতা রাশিমণির এই মহান উক্তি মনে করলে এখনও গায়ের লোম দাঁড়িয়ে যায়। সেই সময়ের কথা মনে পড়ে। কল্পনায় যুদ্ধে ঝাঁপিয়ে পড়ি। বিভিন্ন লড়াই সংগ্রাম করতে করতে আজ আমরা সর্বসান্ত হয়ে গেছি। আগের মত জমাজমি নেই।  আগের মত ক্ষমতা নেই। এখন সময় আমাদের শিক্ষা গ্রহণ করার, এখন সময় আমাদের মানুষের মত মানুষ হওয়ার।  হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার। যারা আমাদের মা বোনের ইজ্জত নিয়ে খেলা করতে চায়। অতীতে আমাদের অগ্রজ কেউ অন্যায় কে প্রশ্রয় দেয়নি , তারা নিজের জীবন বাজি রেখেছেন। আজ তাহলে আমরা কেন ঘুমিয়ে থাকব? পুরো হাজং জাতি যুব সমাজের দিকে তাকিয়ে আছে! আজ যদি আমরা ঘুমিয়ে থাকি তাহলে একদিন আমাদের হাজং জাতি বিলুপ্ত হয়ে যাবে। মেঘ যত ঘন কালো হোক না কেন, আলো আসবেই !

জাগো হাজং যুবশক্তি

অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদেই হোক আমাদের মুক্তি…




সম্পাদক : মিঠুন রাকসাম

উপদেষ্টা : মতেন্দ্র মানখিন, থিওফিল নকরেক

যোগাযোগ:  ১৯ মণিপুরিপাড়া, সংসদ এভিনিউ ফার্মগেট, ঢাকা-১২১৫। 01787161281, 01575090829

thokbirim281@gmail.com

 

থকবিরিমে প্রকাশিত কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। Copyright 2020 © Thokbirim.com.

Design by Raytahost