Thokbirim | logo

৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রকাশিত হয়েছে হাজং জাতি বিষয়ক স্মারকগ্রন্থ “দেউলী’

প্রকাশিত : জুলাই ০১, ২০২১, ১৫:৩৭

প্রকাশিত হয়েছে হাজং জাতি বিষয়ক স্মারকগ্রন্থ “দেউলী’

হাজং সম্প্রদায়ের প্রধান উৎসব  ‘ দেউলী’ উদযাপন উপলক্ষে প্রকাশিত হয়েছে স্মারকগ্রন্থ “দেউলী উৎসব ২০২১”। স্মারক গ্রন্থটি সম্পাদনা করেছেন সুজন হাজং। স্মারকগ্রন্থটি প্রকাশিত হয়েছে বিরিশিরি কালচারাল একাডেমি থেকে। দৃষ্টিনন্দন প্রচ্ছদটি করেছেন ফৈবী কুবি। বইটির মূল্য রাখা হয়েছে ৫০০ টাকা।

দেউলী সম্পর্কে সম্পাদক সম্পাদকীয়তে বলেছেন-  ‘দেউলী উৎসব’ হাজং সম্প্রদায়ের রঙিন, বর্ণিল ও বৈচিত্র্যময় একটি উৎসব। এটি তাঁদের প্রাণের উৎসব। এই উৎসব হাজংগণ খুবই জাঁকজমকসহকারে পালন ও উদযাপন করেন। এখানে পূজা-অর্চনার চেয়ে আমোদ-প্রমোদের আমেজই থাকে বেশি। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যার রাতে শ্রী শ্রী শ্যামা পূজার মাধ্যদিয়ে আলোকসজ্জার মাধ্যমে করা হয়। বাঙালি হিন্দুগণ যে উৎসবটিকে ‘দীপাবলী’ বা ‘দেওয়ালী’ বলে হাজংগণ সেটিকেই ‘দিউলী’ বা ‘দেউলী’ বলে। ‘দেউলী উৎসব’-এর চারটি পর্যায়- থুবা মাগা, শ্যামাপূজা, চরমাগা ও যৌথভোজন। শ্যামাপূজার এক সপ্তাহ আগে হয় ‘থুবা মাগা’। এসময় যুবক-যুবতীগণ ছন্দবদ্ধ কথামালায় সুর করে চরমাগার জন্য পোশাক, রং ও আনুষঙ্গিক উপকরণ কেনার জন্য ‘থুবা মাগা’ করে থাকে। থুবার এক সপ্তাহ পরে হয় শ্যামাপূজা দেউলী পূজা নামেও পরিচিত। শ্যামা পূজার পরদিন থেকে টানা সাতদিন হয় ‘চরমাগা’। এ সময় সাংস্কৃতিক দলগুলো বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদর্শনের মাধ্যমে ধান, চাল, অর্থ সংগ্রহ করে। মূলতঃ এটিই ‘দেউলী উৎসব’-এর সবচেয়ে আকর্ষণীয়, বর্ণিল, চিত্তাকর্ষক ও উপভোগ্য দিক। পরিশেষে, চরমাগার মাধ্যমে সংগৃহীত ধান, চাল, অর্থকড়ি দিয়ে গ্রামের সবাই মিলে এক মহাভোজের আয়োজন করে যা ‘যৌথভোজন’ নামে পরিচিত।

কবি ও গীতিকার সুজন হাজং কর্তৃক সুসম্পাদিত ` দেউল’ একটি সমৃদ্ধ স্মারকগ্রন্থ বলা যায়। হাজং জাতি সম্পর্কে এবং  দেউলী সম্পর্কে গভীরভাবে জানার জন্য এই বইটি গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় হয়ে উঠবে আশা করি।

।। থকবিরিম বার্তা



 




সম্পাদক : মিঠুন রাকসাম

উপদেষ্টা : মতেন্দ্র মানখিন, থিওফিল নকরেক

যোগাযোগ:  ১৯ মণিপুরিপাড়া, সংসদ এভিনিউ ফার্মগেট, ঢাকা-১২১৫। 01787161281, 01575090829

thokbirim281@gmail.com

 

থকবিরিমে প্রকাশিত কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। Copyright 2020 © Thokbirim.com.

Design by Raytahost