Thokbirim | logo

২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে ৬ আগস্ট বিকালে “আদিবাসী ভাষায় কবিতা পাঠ”

প্রকাশিত : আগস্ট ০৬, ২০২১, ০৯:১১

আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে ৬ আগস্ট বিকালে “আদিবাসী ভাষায় কবিতা পাঠ”

আগামী ৯ আগস্ট, আন্তর্জাতিক আদিবাসী দিবস।  জাতিসংঘের থীম এর সাথে মিল রেখে বাংলাদেশ আদিবাসী ফোরাম এবারের থীম বাংলায় নির্ধারণ করেছে – “কাউকে পেছনে ফেলে নয়: আদিবাসী অধিকার প্রতিষ্ঠায় নতুন সামাজিক অঙ্গীকারের আহ্বান”। এ দিবসকে কেন্দ্র করে ইতোমধ্যে দেশব্যাপী নানা আয়োজন শুরু হয়ে গেছে। কিন্তু বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারীর কারণে এবারও অনুষ্ঠানগুলো ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে আয়োজন করতে হচ্ছে।

আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষ্যে আইপিনিউজ মিডিয়া এবার নানা অনুষ্ঠান আয়োজনের পাশাপাশি “আদিবাসী ভাষায় কবিতা পাঠ” নামে একটি ভিন্নধর্মী অনুষ্ঠান উপহার দিতে যাচ্ছে। আজ শুক্রবার, ৬ আগষ্ট বিকেল ৫ টায় সরাসরি আইপিনিজউ ফেসবুক পেইজে অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন সোহেল হাজং ও মিঠুন রাকসাম।

দেশের অধিকাংশ আদিবাসীদের মাতৃভাষাগুলোর অবস্থা যেখানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে ঠিক এ সময়ে এ অনুষ্ঠানটি দেশের কবি সাহিত্যিকসহ সকলের মাঝে মাতৃভাষা ও সাহিত্য প্রেমে একটি ভিন্নমাত্রা যোগ দেবে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে কবিতা পড়বেন বিভিন্ন ভাষার কবি- এ কে শেরাম, থিওফিল নকরেক, অর্পা কুজুর, পরাগ রিছিল, মুকুল কান্তি ত্রিপুরা, ইয়াংঙান ম্রো, স্বপন এক্কা, হরেন্দ্রনাথ সিং, সুবর্ণা পলি দ্রং, মিঠুন কোচ, শ্রীধাম হাজং, অনির্বাণ বানাই, হাজং সুদাশ রায় ও অন্যান্য। আপনারও ভালো লাগতে পারে এ অনুষ্ঠানটি!

।। থকবিরিম বার্তা



 




সম্পাদক : মিঠুন রাকসাম

উপদেষ্টা : মতেন্দ্র মানখিন, থিওফিল নকরেক

যোগাযোগ:  ১৯ মণিপুরিপাড়া, সংসদ এভিনিউ ফার্মগেট, ঢাকা-১২১৫। 01787161281, 01575090829

thokbirim281@gmail.com

 

থকবিরিমে প্রকাশিত কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। Copyright 2020 © Thokbirim.com.

Design by Raytahost