Thokbirim | logo

৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ব্যথাকে নয় রোগকে ভালো করুন ।।  ডেন্টাল সার্জন মার্ক প্রত্যয় রেমা

প্রকাশিত : সেপ্টেম্বর ১৮, ২০২০, ২২:৩০

ব্যথাকে নয় রোগকে ভালো করুন ।।  ডেন্টাল সার্জন মার্ক প্রত্যয় রেমা

দাঁতের তীব্র ব্যথায় আপনি ব্যথার ওষুধ খেয়েই যাচ্ছেন। আস্তে আস্তে ভালোও হয়ে গেলো। আর ব্যথা করলো না। আসলে খুশি হওয়ার কোন কারণ নেই। এর মানে হচ্ছে সামনে হয়তো আপনার জন্য অপেক্ষা করছে বড় বিপদ! কারণ দাঁতের ভিতরের সমস্ত কিছু ইতিমধ্যেই মারা গেছে। এরজন্য আপনি অনুভুতিহীন হয়ে গেছেন। ইনফেকশনও শুরু হয়ে গেছে। কিন্তু যখন বুঝতে পারবেন তখন আপনার জন্য অপেক্ষা করছে বড় ধরনের সার্জারি।

কেন এমনটা হয়?
আমাদের দাঁতের ভিতরে রয়েছে অসংখ্য রক্তনালী এবং স্নায়ু। আঘাত কিংবা দাঁতে গর্ত তৈরি হওয়া ইত্যাদি বিভিন্ন কারণে এই স্নায়ু এবং রক্তনালী ক্ষতিগ্রস্ত হয়। আর এ কারণেই শুরু হয় প্রচণ্ড ব্যথা। কিন্তু চিকিৎসা না হলে আস্তে আস্তে কিছুদিন পরেই দাঁতের ভিতরের সমস্ত কিছু মারা যায়। ফলে সেই প্রচণ্ড ব্যথাটা আর থাকে না। কিন্তু এর পরেই শুরু হয় আসল সমস্যা। আস্তে আস্তে ইনফেকশন শুরু হতে থাকে। এবং সঠিক চিকিৎসা না হলে পরবর্তীতে তা বড় ধরনের সমস্যা তৈরি করে। কখনও কখনও তা জীবনের জন্য হুমকি হয়ে দাঁড়ায়!

কাজেই দাঁতের কিংবা মুখের কোথাও ব্যথা অনুভূত হলে কখনই ব্যথার ওষুধ খেয়ে দেরি করবেন না। ব্যথা হচ্ছে একটি নির্দেশক মাত্র। চিকিৎসকের কাছে গিয়ে দ্রুত রোগ নির্ণয়ের মাধ্যমেই আপনি নিরাপদ থাকতে পারবেন।

ডা. মার্ক প্রত্যয় রেমা
বিডিএস (রাজশাহী মেডিকেল কলেজ)
ডেন্টাল সার্জন
মার্ক ডেন্টাল কেয়ার
মোবাইলঃ ০১৯১২১৮৬১১৬, ০১৬৮৪৩৮৮২৬৮

 

সীমিত আকারে কম সংখ্যক খ্রিষ্টভক্তের উপস্থিতিতে তীর্থোৎসব পালন করা হবে

মধুপুরে গারোদের বসবাস তিন থেকে সাড়ে তিনশ বছর আগে ।। সুভাষ জেংচাম

https://www.facebook.com/thokbirim/videos/1163701897348748

সামাজিক বনায়নের নামে আদিবাসীদের নিজ বাসভূমি থেকে উচ্ছেদ ষড়যন্ত্রের প্রতিবাদে দ্বিতীয় দিনের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ।

Gepostet von Thokbirimnews.com am Mittwoch, 16. September 2020




সম্পাদক : মিঠুন রাকসাম

উপদেষ্টা : মতেন্দ্র মানখিন, থিওফিল নকরেক

যোগাযোগ:  ১৯ মণিপুরিপাড়া, সংসদ এভিনিউ ফার্মগেট, ঢাকা-১২১৫। 01787161281, 01575090829

thokbirim281@gmail.com

 

থকবিরিমে প্রকাশিত কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। Copyright 2020 © Thokbirim.com.

Design by Raytahost