Thokbirim | logo

১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বিসর্জনে অসহায় কামারখালি গ্রাম ।। মতেন্দ্র মানখিন

প্রকাশিত : আগস্ট ২১, ২০২০, ১৫:০৫

বিসর্জনে অসহায় কামারখালি গ্রাম ।। মতেন্দ্র মানখিন

তামাদি প্রেমের মত যৎপরোনাস্তি ভেঙে পড়ছে ক্রম

সুসঙ্গ দুর্গাপুরের কামারখালি গ্রাম ও বাজার

ব্রিটিশ আমলের ইতিহাস ঐতিহ্য টঙ্ক আর তেভাগা

আন্দোলনের স্বাক্ষী। ভেঙে পড়ছে প্রাচীন গারো রাজাদের

জীবন আলেখ্য। ধ্বসে পড়ছে আদিবাসী স্মৃতি-স্বপ্নের

আঙ্গিনা। কেউ দেখে মজা পায়- কেউ চোখের জলে ভাসে।

কী বীভৎস্য শ্রীভ্রষ্ট দৃশ্য! দীর্ঘসূত্র  গাঢ় সম্পর্ক মা-মাটি

মানুষের । খণ্ড-খণ্ড ভেঙে ভেঙে বিলীন হচ্ছে সোমেশ্বরীর

অতল গর্ভে। তলিয়ে যাচ্ছে ঘর-বাড়ি, বসত-ভিটা খেত-

খামার। মূল্যহীন অচল পয়সার মত অবহেলায় গড়িয়ে

পড়ছে মানুষের ভালবাসা- নক্ষত্র সোনা

বুঝা বড় দায় সোমেশ্বরীর রিরংসার  কুটিল চরিত্র।

সিমসাং নামে সোমেশ্বরী তোমার কিংবদন্তি প্রেম শুনেছি

এক সুসঙ্গ রাজার সাথে তোমার গোপন পরকিয়া ছিল

কমলারানি তা সইতে পরেনি বলে তুমি রণ-রঙ্গিনী বেশে

ভেঙে চুরমার করে দিলে  কমলারানির সাগর দিঘী

অতঃপর বেখেয়ালে ভেঙে দিলে শিবগঞ্জ বাজার

তোমার কৃতক্রিয় দেখেছে মানুষ দেখেছে-বহু কৃতাপরাধ।

এখন এ নিরিহ কামারখালির সাথে কী এমন শত্রুতা তোমার ?

কিসের এতো অভিমান অহমিকায় তছ-নছ করছ সহজ-সরল

মানুষের যাপিত জীবন-ঘর-সংসার

তোমার অমানবিক অত্যাচারে অতিষ্ঠ মানুষ অথচ কী নির্বিকার!

দেখার কেউ নেই- বিসর্জনে অসহায় কামারখালি গ্রাম।




সম্পাদক : মিঠুন রাকসাম

উপদেষ্টা : মতেন্দ্র মানখিন, থিওফিল নকরেক

যোগাযোগ:  ১৯ মণিপুরিপাড়া, সংসদ এভিনিউ ফার্মগেট, ঢাকা-১২১৫। 01787161281, 01575090829

thokbirim281@gmail.com

 

থকবিরিমে প্রকাশিত কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। Copyright 2020 © Thokbirim.com.

Design by Raytahost