Thokbirim | logo

৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ

সুবিধা বঞ্ছিত শিশুদের শিক্ষাতহবিল গঠনে `Education For Concert’  অনুষ্ঠিত

প্রকাশিত : মার্চ ২৭, ২০২৩, ১৭:৫৮

সুবিধা বঞ্ছিত শিশুদের শিক্ষাতহবিল গঠনে `Education For Concert’  অনুষ্ঠিত

সুবিধা বঞ্ছিত শিশুদের শিক্ষাতহবিল গঠনে `Education For Concert’  অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২৬ মার্চ শনিবার (২০২৩) কারিতাস ময়মনসিংহ আঞ্চলিক অফিসের প্রাঙ্গণে এ কনসার্ট অনুষ্ঠিত হয়। কনসার্টে জনপ্রিয় ব্যান্ড দল মাদল, এফ মাইনর ও ব্রিং ব্যান্ড তাদের বহুল আলোচিত ও দর্শকপ্রিয় গানগুলো গেয়ে দর্শকশ্রোতাদের মাতিয়ে তুলেন।

মঞ্চে ব্যান্ডদল উঠার আগে শিশুশিল্পীবৃন্দ নৃত্য পরিবেশন করেন এবং গান পরিবেশন করেন। শিশু শিল্পীদের পরিবেশনার পরে শিল্পী পিন্টু আরেং সংগীত পরিবেশন করেন এবং ক্যাজাই গ্রাম থেকে আগত নৃত্যশিল্পী সিমিয়ন নকরেক ও তার দল নৃত্য পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন।

Education For Concert’ –এ উপস্থিত ছিলেন ভিকার জেনারেল ফাদার শিমন হাচ্ছা, আদিবাসী নেতা জনাব অজয় এ. মৃ ,  জয়েনশাহী আদিবাসী সংগঠন এর সভাপতি ইউজিন নকরেক, টিডব্লিউএ-এর সেক্রেটারি জন সাংমা, বৃহত্তর ময়মনসিংহের আদিবাসী সংগঠনসমূহের ঐক্য পরিষদ (ইউসিজিএম)-এর নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠনের নারী নেতৃবৃন্দ, বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ প্রমুখ।

নামাজ ও ইফতারের বিরতি দিয়ে কনসার্টটি বিকাল 3:30 থেকে রাত 9:00 পর্যন্ত চলে। আয়োজক মণ্ডলীর মতে, নেত্রকোণা জেলার অন্তর্গত দুর্গাপুর উপজেলার ভবানীপুর গ্রামে এবং ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার দেফুলিয়াপাড়া গ্রামে দুটি বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার তহবিল গঠনের উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যালয়গুলো বাংলাদেশের উত্তরে সীমান্তবর্তী প্রত্যন্ত এলাকায় অবস্থিত।

কনসার্ট ফর এডুকেশন-এর আয়োজন করেছে কারিতাস ময়মনসিংহ অঞ্চল এবং ব্রিং ব্যান্ড।

।। থকবিরিম বার্তা

 




সম্পাদক : মিঠুন রাকসাম

উপদেষ্টা : মতেন্দ্র মানখিন, থিওফিল নকরেক

যোগাযোগ:  ১৯ মণিপুরিপাড়া, সংসদ এভিনিউ ফার্মগেট, ঢাকা-১২১৫। 01787161281, 01575090829

thokbirim281@gmail.com

 

থকবিরিমে প্রকাশিত কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। Copyright 2020 © Thokbirim.com.

Design by Raytahost
0
Would love your thoughts, please comment.x
()
x