Thokbirim | logo

২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ ঢাকার বনানী সোয়াত মাঠে গারোদের ঐতিহ্যবাহী ‘ওয়ানগালা’

প্রকাশিত : নভেম্বর ১২, ২০২১, ০৯:৩৯

আজ ঢাকার বনানী সোয়াত মাঠে গারোদের ঐতিহ্যবাহী ‘ওয়ানগালা’

আজ (শুক্রবার, ১২ নভেম্বর ২০২১) ঢাকায় বসবাসরত গারো আদিবাসীরা তাদের প্রধান উৎসব ‘ওয়ানগালা’  উদযাপন করছেন। ঢাকা ওয়ানগালার(বাড্ডা) নকমা মি. সাগর রিছিলের নেতৃত্বে ঢাকা ওয়ানগালা উদযাপিত হচ্ছে বনানীর সোয়াত মাঠে।

ঢাকা ওয়ানগালা (বাড্ডা) শুরু হবে সকাল সকাল ১০,৩০মিনিটে। দিনব্যাপী ওয়ানগালায় থাকছে প্রার্থনা, আমুয়া(পূজা পর্ব), গুরি রওআ. অতিথি পর্ব এবং গ্রীমসান ও গারো কালচারাল একাডেমির পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্রার্থনা সভা পরিচালনা করবেন ফাদার জয়ন্ত রাকসাম, আমুয়া পরিচালনা করবেন খামাল নরেশ মৃ এবং তাকে সহযোগিতা করবেন প্রলয় রাকসাম এবং জনশন মৃ, সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করবেন মি. সাইলেন রিছিল।

ঢাকা ওয়ানগালায়(বাড্ডা) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন,  ময়মনসিংহ ১নং আসন (হালুয়াঘাট-ধোবাউড়া) এর সংসদ সদস্য জনাব জুয়েল আরেং, এম.পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকছেন, সংরক্ষিত নারী আসন-এর সংসদ সদস্য শবনম জাহান শিলা, বাংলাদেশ খ্রীস্টান এসোসিয়েশন-এর প্রেসিডেন্ট  নির্মল রোজারিও, বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালযয়ের প্রতিমন্ত্রীর একান্ত সচিব হেমন্ত হেনরী কুবি (উপ-সচিব),  উপ-কর কমিশনার কর্ণেলিউস কামা, জাকির হোসেন বাবুল (কাউন্সিলর, ১৮ নং ওয়ার্ড, ঢাকা উত্তর সিটি করপোরেশন) মাসুম গণি তাপস( কাউন্সিলর, ২১ নং ওয়ার্ড, ঢাকা উত্তর সিটি করপোরেশন) হাসিনা বারী চৌধুরী (কাউন্সিলর, ওয়ার্ড- ১৬, ১৭, ১৮ ঢাকা উত্তর সিটি করপোরেশন), নি:শেষ দ্রং (নির্বাহী কর্মকর্তা, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড), জ্যেষ্ঠ সাংবাদিক নিখিল মানখিন।

সঞ্চালনা করবেন মি. বাঁধন চিরান ও শিমুল রেমা।

উল্লেখ্য ঢাকা শহরে বর্তমানে তিনটি ওয়ানগালা উদযাপন করা হয়। আগামী ২৬ নভেম্বর নকমা শুভজিৎ সাংমার নেতৃত্বে গুলশান মডেল স্কুল এন্ড কলেজ মাঠে এবং ২ ও ৩ ডিসেম্বর নকমা হেমন্ত হেনরী কুবির নেতৃত্বে লাল মাটিয়া হাউজিং সোসাইটি স্কুল অ্যান্ড কলেজ মাঠে দুদিনব্যাপী বর্ণিল ওয়ানগালা উদযাপিত হবে।

।। থকবিরিম বার্তা



 




সম্পাদক : মিঠুন রাকসাম

উপদেষ্টা : মতেন্দ্র মানখিন, থিওফিল নকরেক

যোগাযোগ:  ১৯ মণিপুরিপাড়া, সংসদ এভিনিউ ফার্মগেট, ঢাকা-১২১৫। 01787161281, 01575090829

thokbirim281@gmail.com

 

থকবিরিমে প্রকাশিত কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। Copyright 2020 © Thokbirim.com.

Design by Raytahost