Thokbirim | logo

১লা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

গারো লেখক অভিধান ।। মতেন্দ্র মানখিন

প্রকাশিত : ডিসেম্বর ১৭, ২০১৯, ১১:২৪

গারো লেখক অভিধান ।। মতেন্দ্র মানখিন

মতেন্দ্র মানখিন গারো জাতিসত্তার বিশিষ্ট কবি, গীতিকার এবং প্রাবন্ধিক। জন্ম ১৯৫২ খ্রিষ্টাব্দের ৩ জানুয়ারি। বাসাস্থান ছায়াকানন, নয়াপাড়া। ডাকঘর – ঘোষগাঁও, উপজেলা- ধোবাউড়া, জেলা- ময়মনসিংহ।

মতেন্দ্র মানখিন কবি হিসেবেই অত্যধিক পরিচিত। তিনি গারো ভাষায় কালজয়ী ‘ বাঙআ জাবুচ্চিম দুখনি সাগাল বালজ্রুয়ে’ গানটি লিখেছেন।  কবি ছাত্র জীবন থেকেই তাঁর কবিতা চর্চা শুরু করেন। প্রথম কবিতা প্রকাশ হয়  ১৯৯৬ সালে। তিনি দীর্ঘদিন মিশনারি প্রথমিক বিদ্যালয় পরিদর্শক ছিলেন। ইউনিয়ন অব কাথলিক এশিয়ান নিউজ। (উকোন) সংবাদ মাধম্যের সাথেও তিনি সম্পৃক্ত ছিলেন।

বর্তমানে অবসর জীবনে তিনি স্বাধীনভাবে লেখা লেখি নিয়ে ব্যস্ত আছেন। একক ও সম্মিলিতভাবে তার ৭টি কাব্যগ্রস্থ ও ২টি প্রবন্ধ গ্রন্থ প্রকাশ হয়েছে। তিনি গারো ও বাংলায় অনেক দেশত্ব বোধক ও ধর্মীয় গানের রচয়িতা। রেডিও বাংলাদেশ ‘সালগিত্তাল’, বাণীদিপ্তীর ক্যাসেট, অন্যান্য ক্যাসেট এ্যালবাম ও গীতাবলীতে তাঁর গানগুলো  প্রচার হচ্ছে।

স্ত্রী তুষি হাগিদকের সাথে কবি মতেন্দ্র মানখিন

স্ত্রী তুষি হাগিদকের সাথে কবি মতেন্দ্র মানখিন

বৈবাহিক জীবন :

বৈবাহিক জীবনে তিনি বিবাহিত। স্ত্রীর নাম তুষি হাগিদক। তিন ছেলে এক মেয়ে। বড় ছেলে বিবাহিত।

সম্মাননা লাভ:

তিনি যেসব সংগঠন ও প্রতিষ্ঠানের বিভিন্ন সাহিত্য পুরষ্কার ও স্মাননা লাভ করেছেন তা নিম্নরূপ :

১। খ্রিষ্টান ছাত্র কল্যাণ সংঘ, ঢাকা থেকে- ‘অনল সাহিত্য পুরষ্কার’ -১৯৮১ খ্রি.

২। ভালুকাপাড়া মিশন খ্রিষ্ট-জন্ম- জয়ন্তী ২০০০’ পদক স্মাননা’-২০০০ খ্রি.

৩। ভালুকাপাড়া মিশন ‘ক্যাটি খিষ্ট শিক্ষক দিবস সম্মাননা’ —২০০২ খ্রি.

৪। ঢাকা জাতীয় প্রেসক্লাবে ‘লেখা সাহিত্য পুরষ্কার’ -২০০৮- খ্রি.

৫। গারো অঞ্চলে খ্রিষ্ট ধর্ম প্রচারের শতবর্ষ পূর্তি জয়ন্তী উৎসব’ নেত্রকোনা থেকে ‘ বিশেষ সাহিত্য সম্মাননা’ – ২০১০ খ্রি.

৬। ‘স্বতন্ত্র’ আয়োজিত ময়মনসিংহ কবি সমাবেশ- ‘শুভেচ্ছা স্মারক সম্মাননা’- ২০১০ খ্রি.

৭। সুসং দুর্গাপুর সাহিত্য সমাজ, নেত্রকোনা কবিতা উৎসবে- ‘সাহিত্য সম্মাননা’২০১২ খ্রি.

৮। বটমলি হোম তেজগাঁও, ঢাকা ওয়ানগালা ‘সাহিত্য সম্মাননা’- ২০১২ খ্রি.

৯। কারিতাস (পারলাম) ময়মনসিংহ অঞ্চল, ধোবাউড়া, মানবাধিকার দিবস ‘সাহিত্য সম্মাননা’- ২০১২ খ্রি.

১০। গারো গবেষক, লেখক, কবি সম্মেলন-ময়মনসিংহ- সম্মাননা-২০১৩ খ্রি.

১১। ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন’ সখিপুর টাঙ্গাইল- সম্মাননা’-২০১৫ খ্রি.

’১২। সমুজ্জ্বল সু-বাতাস ২৫ বছর পূর্তি উৎসব সম্মাননা  বান্দরবান- ২০১৬ খ্রি.

১৩। ময়মনসিংহ শিল্পকলা একাডেমি সম্মাননা -২০১৬ খ্রি.

১৪। আদিবাসী পাক্ষিক পত্রিকা ‘বোরাং সম্মাননা’-২০১৮ খ্রি.

১৫. থকবিরিম সাহিত্যপত্র সম্মাননা- ২০১৯ খ্রি.

কবি মতেন্দ্র মানখিনের প্রবন্ধ গ্রন্থ

কবি মতেন্দ্র মানখিনের প্রবন্ধ গ্রন্থ

প্রকাশিত গ্রন্থ

১। পাথর চাপা ফুল

২। কবি ও কবিতা কাহিরি

৩। না প্রেম না বসতি

৪। এইতো জীবন এইতো মাধুরী

৫। হৃদয় বৃত্তান্ত এক কষ্টের নদী

৬. ধূর্তছায়া নষ্টকাল

৭. জাতথাংনি জুমাং ( জাতিসত্তার স্বপ্ন) গারো ভাষায় লেখা কবিতা অনুবাদসহ-প্রকাশিতব্য-২০২০।

প্রবন্ধ গ্রন্থ

১। গারো সমাজ ও সংস্কৃতি দুয়াল গোত্র

২। গারোদের লোকায়ত জীবনধারা

মতেন্দ্র মানখিন

মতেন্দ্র মানখিন




সম্পাদক : মিঠুন রাকসাম

উপদেষ্টা : মতেন্দ্র মানখিন, থিওফিল নকরেক

যোগাযোগ:  ১৯ মণিপুরিপাড়া, সংসদ এভিনিউ ফার্মগেট, ঢাকা-১২১৫। 01787161281, 01575090829

thokbirim281@gmail.com

 

থকবিরিমে প্রকাশিত কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। Copyright 2020 © Thokbirim.com.

Design by Raytahost