Thokbirim | logo

২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

বীর মুক্তিযোদ্ধা দেবতোষ ‌যেত্রা আর নেই

প্রকাশিত : জুলাই ০৮, ২০২৩, ১০:৩৬

বীর মুক্তিযোদ্ধা দেবতোষ ‌যেত্রা আর নেই

হালুয়াঘাট উপজেলার ৪নং সদর ইউনিয়নের কালিয়ানীকান্দা গ্রামের বীর মুক্তিযোদ্ধা পাস্টার দেবতোষ ‌যেত্রা আজ (৮জুলাই) রাত ৩ টার দিকে মৃত্যুবরণ করেছেন। সূত্র : হালুয়াঘাট দর্পণ

পাস্টার দেবতোষ ‌যেত্রার জন্ম ১৯৪৭ সালে। পিতার নাম মঙ্গল ম্রং, মাতার নাম পূর্নদা যেত্রা। ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণে অনুপ্রাণিত হয়ে তিনি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। ডালু ইয়ুথ ক্যাম্পে তিনি মুক্তিযোদ্ধা হিসেবে রিক্রুট হন। ভারতের রংনাবাগ ট্রেনিং সেন্টারে থ্রি নট থ্রি রাইফেল, মার্ক ফোর, টু- ইঞ্চি মর্টার, এলএমজি, এসএমজি, এসএলআর, গ্রেনেড ইত্যাদি বিষয়ে এক মাসের ট্রেনিং নেন। তিনি তিন দিনের জঙ্গল ট্রেনিং নেন। ট্রেনিং শেষে হালুয়াঘাটের বান্দরকাটা, তেলিখালী এবং কড়ইতলী যুদ্ধে অংশগ্রহণ করেন।

বীর মুক্তিযোদ্ধা পাস্টার দেবতোষ ‌যেত্রার মৃত্যুতে থকবিরিম পরিবার গভীর শোক প্রকাশ করছি এবং শোকসন্তপ্ত  পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

।। থকবিরিম

 

 

 




সম্পাদক : মিঠুন রাকসাম

উপদেষ্টা : মতেন্দ্র মানখিন, থিওফিল নকরেক

যোগাযোগ:  ১৯ মণিপুরিপাড়া, সংসদ এভিনিউ ফার্মগেট, ঢাকা-১২১৫। 01787161281, 01575090829

thokbirim281@gmail.com

 

থকবিরিমে প্রকাশিত কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। Copyright 2020 © Thokbirim.com.

Design by Raytahost