Thokbirim | logo

২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

আগামীকাল দুদিনব্যাপী (১ ও ২ ডিসেম্বর) ঢাকা ও ময়মনসিংহে উদযাপিত হচ্ছে ওয়ানগালা

প্রকাশিত : নভেম্বর ৩০, ২০২২, ১২:৪২

আগামীকাল দুদিনব্যাপী (১ ও ২ ডিসেম্বর) ঢাকা ও ময়মনসিংহে  উদযাপিত হচ্ছে ওয়ানগালা

প্রতি বছরের মতো  এই বছরও নকমা উজ্জল আজিমের নেতৃত্বে ঢাকায় বসবাসরত গারো  আদিবাসীগণ তাদের  প্রধান উৎসব ‘ওয়ানগালা’  উদযাপন করতে যাচ্ছে। দুদিনব্যাপী (১-২ ডিসেম্বর ২০২১) ওয়ানগালা অনুষ্ঠানের শুভ উদ্বোধন হচ্ছে আগামীকাল  বৃহস্পতিবার বিকাল  ৪.৩০মি.।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক ও টেলি যোগাযোগ  মন্ত্রী  জনাব মোস্তাফা জব্বার, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন  সংসদ সদস্য জনাব জুয়েল আরেং, কলামিস্ট সঞ্জীব দ্রং, নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশীদ এবং গারো সমাজের বিশিষ্ট্য ব্যক্তিবর্গ ।

ওয়ানগালা উৎসব অনুষ্ঠিত হবে মোহাম্মদপুরে অবস্থিত লাল মাটিয়া হাউজিং সোসাইটি স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণে।

ময়মনসিংহ সদর ভাটিকাশরেও নকমা অর্পণ যেত্রার নেতৃত্বে  আগামীকাল দুদিনব্যাপী (১-২ ডিসেম্বর) ওয়ানগালা উদযাপিত হতে যাচ্ছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য জুয়েল আরেং।

।। থকবিরিম বার্তা




সম্পাদক : মিঠুন রাকসাম

উপদেষ্টা : মতেন্দ্র মানখিন, থিওফিল নকরেক

যোগাযোগ:  ১৯ মণিপুরিপাড়া, সংসদ এভিনিউ ফার্মগেট, ঢাকা-১২১৫। 01787161281, 01575090829

thokbirim281@gmail.com

 

থকবিরিমে প্রকাশিত কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। Copyright 2020 © Thokbirim.com.

Design by Raytahost