Thokbirim | logo

২০শে ফাল্গুন, ১৪৩০ বঙ্গাব্দ | ৪ঠা মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

রাত পোহালেই উদযাপিত হতে যাচ্ছে গারো জনগোষ্ঠীর উৎসব ওয়ানগালা

প্রকাশিত : ডিসেম্বর ০৮, ২০২৩, ০০:৩৭

রাত পোহালেই উদযাপিত হতে যাচ্ছে গারো জনগোষ্ঠীর উৎসব ওয়ানগালা

রাত পোহালেই উদযাপিত হতে যাচ্ছে গারো জনগোষ্ঠীর সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় প্রধান উৎসব ওয়ানগালা। ওয়ানগালা উৎসব উদযাপিত হবে ৮ডিসেম্বর শুক্রবার ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণে। ওয়ানগালার দিন ঢাকায় বসবাসরত গারো জনগোষ্ঠীর লোকজন ঐতিহ্যবাহী নিজস্ব রঙিন পোশাক পরে, নিজস্ব অলঙ্কার পরে ওয়ানগালা উ’সবে আসেন এবং দিনব্যাপী হাসি আনন্দ গানে মেতে উঠেন। ওয়ানগালা অনুষ্ঠান মূলত শস্য দেবতা মিসি সালজংকে উ’পাদিত সমস্ত ফসল উৎর্গের দিন, পূজানৈবেদ্যর দিন, ধন্যবাদের দিন। আদি সাংসারেক গারো জনগোষ্ঠীগণ তাদের দেবতা মিসি সালজংকে না দিয়ে উ’সর্গ না করে নতুন ফসল খেতেন না বা ব্যবহার করতেন না।

এবছরের ওয়ানগালা উদযাপনের নকমা(গ্রাম প্রধান/শহর প্রধান/অনুষ্ঠান প্রধান) সুইদিশ সাংমা নকমা মিচিক লিসা মৃ।

নকমা সুইদিশ সাংমা

নকমা সুইদিশ সাংমা

ওয়ানগালা উৎসব সকাল ৯ ঘটিকায় শুরু হবার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে সকাল ১১টার সময় ওয়ানগালা অনুষ্ঠান শুরু বলে জানা গেছে।

২০২৩ সালের ওয়ানগালা উৎসবের অনুষ্ঠান সূচি

।। থকবিরিম বার্তা
সম্পাদক : মিঠুন রাকসাম

উপদেষ্টা : মতেন্দ্র মানখিন, থিওফিল নকরেক

যোগাযোগ:  ১৯ মণিপুরিপাড়া, সংসদ এভিনিউ ফার্মগেট, ঢাকা-১২১৫। 01787161281, 01575090829

thokbirim281@gmail.com

 

থকবিরিমে প্রকাশিত কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। Copyright 2020 © Thokbirim.com.

Design by Raytahost