Thokbirim | logo

৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

প্রমোদ মানকিন স্মরণে কবি মতেন্দ্র মানখিনের কবিতা

প্রকাশিত : মে ১১, ২০২৩, ১২:১০

প্রমোদ মানকিন স্মরণে কবি মতেন্দ্র মানখিনের কবিতা

আজ ১১ মে সাবেক সমাজকল্যাণ প্রতিমন্ত্রী গারো সমাজের মহান নেতা TWA-এর চেয়ারম্যান অ্যাড. প্রমোদ মানকিনের প্রয়াণ দিবস। গারো সম্প্রদায়ের এই মহান নেতার আত্মার চিরশান্তি কামনা করি। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে খ্রিষ্টান সম্প্রদায় তথা গারো আদিবাসীদের মধ্যে একটি স্মণীয় নাম অ্যাড. প্রমোদ মানকিন। অ্যাড. প্রমোদ মানকিনের  অবদান অনস্বীকার্য। তিনি বাংলাদেশি গারো আদিবাসীদের হৃদয়ে বেঁচে থাকবেন ততদিন যতদিন বাংলাদেশে রাজনীতি থাকবে রাজনীতির ইতিহাস থাকবে। গারো জাতিসত্তার বিশিষ্ট কবি মতেন্দ্র মানখিন অ্যাড. প্রমোদ মানকিনকে নিয়ে লিখেছেন  কবিতা ও গান। কবির কবিতা পাঠকদের জন্য প্রকাশ করা হলো সেইসাথে অ্যাড. প্রমোদ মানকিনকেও গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। 

কংশ-নিতাই-সোমেশ্বরী

( প্রয়াত প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনের মৃত্যু বার্ষিকী স্মরণে)
কেন্দ্রীয় শহিদ মিনার নির্বাক দাঁড়িয়েছিল তোমার শোক বার্তায়!
অশ্রু সজল হয়েছিল সাত শ তের নদীর দেশ
তোমাকে রাষ্ট্রীয় সম্মান দিয়েছিল করুণ বিউগল বাজিয়ে
বিউগল ব্যথায় কেঁদেছিল মা-মাটি ও মানুষ।
পাহাড় পাদদেশ জুড়ে উঠেছিল কান্নার রোল
পূর্ব পুরুষদের সংস্কৃতি, পুরাণ-ইতিহাস
জাদুকরী মমতায় অপূর্ব মাধুরি নিয়ে উপস্থিত হয়েছিল
বন্ধু -বান্ধব, শত্রু-মিত্র, নেতা-নেত্রী, আত্মীয় স্বজন।
তুমি পাড়ি দিয়েছো না ফেরার দেশে
রেখে গেছো বর্ণময় অনেক স্মৃতি, কোনটা সুখের
কোনটা দুঃখের। দেখে গেছো উপেক্ষার মর্মজ্বালা
তাচ্ছিল্যের কত রক্ত ক্ষরণ। তবুও সবকিছু বাদ দিয়ে
তোমার আদর্শের আলো,প্রজ্জ্বলিত হয়ে উঠুক
আমাদের পরিচিত সমাজ সংসারে।
প্রীতিময় গীতিময়, হয়ে উঠুক কবিতার আসর
সাংস্কৃতিক উৎসব।
তোমার স্মরণে গেয়ে উঠুক—কংশ-নিতাই-সোমেশ্বরী
” বাংআ জাবিৎছিম দুকনি সাগাল বালজ্রোয়ে রেবাজক চিংআ  দাআলো সেংআ আসাকও না। “
———————————-
ছায়াকানন
১১/০৫/২৩
কবি পরিচিতি

 বিশিষ্ট কবি মতেন্দ্র মানখিন  ১৯৫২ খ্রিষ্টাব্দের ৩ জানুয়ারি জন্ম গ্রহণ করেন।  মতেন্দ্র মানখিন গারো জাতিসত্তার বিশিষ্ট কবি, গীতিকার এবং প্রাবন্ধিক। কবি মতেন্দ্র মানখিনের গ্রামের বাড়ি ধোবাউড়া থানার দীঘলবাগ গ্রাম।

মতেন্দ্র মানখিন কবি হিসেবেই অত্যধিক পরিচিত। তিনি গারো ভাষায় কালজয়ী ‘ বাঙআ জাবুচ্চিম দুখনি সাগাল বালজ্রুয়ে’ গানটি লিখেছেন।  কবি ছাত্র জীবন থেকেই তাঁর কবিতা চর্চা শুরু করেন। প্রথম কবিতা প্রকাশ হয়  ১৯৯৬ সালে। তিনি দীর্ঘদিন মিশনারি প্রথমিক বিদ্যালয় পরিদর্শক ছিলেন। ইউনিয়ন অব কাথলিক এশিয়ান নিউজ। (উকোন) সংবাদ মাধম্যের সাথেও তিনি সম্পৃক্ত ছিলেন।

বর্তমানে অবসর জীবনে তিনি স্বাধীনভাবে লেখা লেখি নিয়ে ব্যস্ত আছেন। একক ও সম্মিলিতভাবে তার ৭টি কাব্যগ্রস্থ ও ২টি প্রবন্ধ গ্রন্থ প্রকাশ হয়েছে। তিনি গারো ও বাংলায় অনেক দেশত্ব বোধক ও ধর্মীয় গানের রচয়িতা। রেডিও বাংলাদেশ ‘সালগিত্তাল’, বাণীদিপ্তীর ক্যাসেট, অন্যান্য ক্যাসেট এ্যালবাম ও গীতাবলীতে তাঁর গানগুলো  প্রচার হচ্ছে।

মতেন্দ্র মানখিন

মতেন্দ্র মানখিন




সম্পাদক : মিঠুন রাকসাম

উপদেষ্টা : মতেন্দ্র মানখিন, থিওফিল নকরেক

যোগাযোগ:  ১৯ মণিপুরিপাড়া, সংসদ এভিনিউ ফার্মগেট, ঢাকা-১২১৫। 01787161281, 01575090829

thokbirim281@gmail.com

 

থকবিরিমে প্রকাশিত কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। Copyright 2020 © Thokbirim.com.

Design by Raytahost