Thokbirim | logo

৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

আগামীকাল ময়মনসিংহের কারিতাস-এ অনুষ্ঠিত  হতে যাচ্ছে ‘Concert For Education’

প্রকাশিত : মার্চ ২৫, ২০২৩, ১৬:৪৫

আগামীকাল ময়মনসিংহের কারিতাস-এ অনুষ্ঠিত  হতে যাচ্ছে ‘Concert For Education’

মাদলের ‘পীরেন স্নাল’ এফমাইনর-এর ‘জংলা ফুল’ ‘পরান প্রিয়’ কিংবা ব্রিং-এর ‘নাম্মে দংবো’ কিংবা মুড়ি খা-গানগুলো ভক্তশ্রোতাদের উন্মাদনায় মাতিয়ে রাখে পুরো অনুষ্ঠানজুড়ে, মুখে মুখে ফেরে গানের সুর কিংবা কলি। সেই তুমুল জনপ্রিয় ব্যান্ড মাদল, এফমাইনর আর ব্রিং তাদের ভক্তশ্রোতাদের  মাতিয়ে তুলতে আসছে ২৬ মার্চ কারিতাস ময়মনসিংহ অঞ্চলের অফিস প্রাঙ্গণে। সুবিধা বঞ্চিত শিশুদের জন্য প্রতিষ্ঠিত স্কুলের শিক্ষা তহবিল গঠনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘Concert For Education’।

 ব্যান্ড মাদল

ব্যান্ড মাদল

আসছে ২৬ মার্চ (স্বাধীনতা দিবস)  রোববার  ময়মনসিংহ শহরের ভাটিকাশরস্থ কারিতাস ময়মনসিংহ  অঞ্চলের প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। সময় বিকাল ৩.৩০মি। কনসার্টটির যৌথ আয়োজক  ময়মনসিংহ কারিতাস অঞ্চল ও ব্রিং ব্যান্ড।

ব্যান্ড এফমাইনর

ব্যান্ড এফমাইনর

হাইস্কুলের ছাত্রছাত্রীদের জন্য টিকি মূল্য রাখা হয়েছে ৫০টাকা আর  কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের জন্য রাখা হয়েছে ১০০ টাকা। সর্বসাধরণের জন্য সাধারন টিকিট ৩০০ টাকা ও গোল্ডেন টিকিট ১০০০ টাকা রাখা হয়েছে। অগ্রিম টিকিট সংগ্রহ করার জন্য যোগাযোগ করা যাবে বাঁধন চিরান ও জাদু রিছিলের সাথে।

ব্যান্ড ব্রিং

ব্যান্ড ব্রিং

নেত্রকোণা জেলার দুর্গাপুর উপজেলার ভবানীপুর গ্রাম এবং ময়মনসিংহের ধোবাউরা উপজেলার ডেফুলীয়াপাড়া গ্রামে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য দুটি স্কুল প্রতিষ্ঠিত হয়েছে। দীর্ঘ দিন ধরে কারিতাসের নিজস্ব কর্মীদের অর্থায়নে পরিচালিত হয়ে আসছে স্কুল দুটি।

কনসার্ট আয়োজন সম্পর্কে আয়োজক মণ্ডলীর বলেন,  এই উদ্যোগের মাধ্যমে আমরা এ দুটি গ্রামের স্কুলের জন্য নির্দিষ্ট পরিমানের (৩-৫ লক্ষ টাকার) তহবিল গড়ে তুলতে যাচ্ছি। সম্মিলিত ব্যবস্থাপনায় সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল দু’টি পরিচালনা করা হবে। এতে প্রতি মাসে শিক্ষকদের সম্মানি নিয়ে অনিশ্চয়তার সুরাহা এবং এর একটি স্থায়ী সমাধান হবে। ঐ এলাকার শিশুদের জন্য এটাই একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান যা কিছু মানুষের সহায়তায় টিকে আছে। এ মহতী উদ্যোগে আপনাদের অংশগ্রহণ ও সহযোগিতা একান্ত ভাবে কামনা করছি। আসুন সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষায় পাশে দাঁড়াই।

।। থকবিরিম বার্তা




সম্পাদক : মিঠুন রাকসাম

উপদেষ্টা : মতেন্দ্র মানখিন, থিওফিল নকরেক

যোগাযোগ:  ১৯ মণিপুরিপাড়া, সংসদ এভিনিউ ফার্মগেট, ঢাকা-১২১৫। 01787161281, 01575090829

thokbirim281@gmail.com

 

থকবিরিমে প্রকাশিত কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। Copyright 2020 © Thokbirim.com.

Design by Raytahost