Thokbirim | logo

৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ২১শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

আবিমা ফেস্টিভ্যাল ১১ নভেম্বর

প্রকাশিত : নভেম্বর ০৯, ২০২২, ১৪:৪০

আবিমা ফেস্টিভ্যাল ১১ নভেম্বর

মধুপুর গড়াঞ্চলে বসবাসরত গারো আদিবাসীদের বৃহত্তম ও বর্ণিল উৎসব ‘আবিমা ফেস্টিভ্যাল’ অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১১ নভেম্বর শুক্রবার।

আবিমা ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে সাইনামারী গ্রামে। আবিমা ফেস্টিভ্যালের ভ্যানু হিসেবে  ৩ একর জায়গা জুড়ে তৈরি করা হয়েছে ।

সা্দইনামারী গ্রামে গিয়ে দেখা গেছে, আবিমা ফেীস্টভ্যালকে কেন্দ্র করে গ্রামের ঘরে ঘরে উৎসবের আমেজ শুরু হয়েছে।  তৈরি করা হয়েছে দৃষ্টিনন্দন সুবিশাল মঞ্চ ( ১২শ স্কয়ারফিট)। রাস্তা ঘাট ঠিক করা হচ্ছে।

আবিমা ফেস্টিভ্যাল  সকাল ১০টায় শুরু হবে এবং চলবে রাত ৮টা পর্যন্ত।

 

আবিমা ফেস্টিভ্যাল এর অনুষ্ঠান সূচি

১. মারাংরিকগা আমুয়া ও শোভাযাত্রা
সকাল ১০:০০-১০:৩০ মিনিট
২. আসন গ্রহণ অনুষ্ঠান
সকাল ১০:৩০-১১:০০ মিনিট
৩. স্বাগত বক্তব্য
সকাল ১১:০০-১১:১৫ মিনিট
৪. স্মরণিকা মোড়ক উন্মোচন
সকাল ১১:১৫-১১:৩০ মিনিট
৫. [১ম পর্ব] সাংস্কৃতিক অনুষ্ঠান
সকাল ১১:৩০-০১:০০ মিনিট
৬. খাবার বিরতী
দুপুর ০১:০০-০২:০০ মিনিট
৭. [২য় পর্ব] সাংস্কৃতিক অনুষ্ঠান
দুপুর ০২:০০-০৪:৩০ মিনিট
 বিশেষ ব্যান্ড পরিবেশনা
বিকেল ০৪:৩০-০৮:০০ মিনিট
জুমাং,
আ’চিক ব্লুজ
মাদল,
সাক্রামেন্ট
আবিমা ফেস্টিভ্যালের  বর্তমান সভাপতি বিমল বেঞ্জামিন নকরেক।  ২০১৯ সালে প্রথম আবিমা ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়েছিলো জাঙ্গালিয়া গ্রামে।
।। থকবিরিম প্রতিনিধি




সম্পাদক : মিঠুন রাকসাম

উপদেষ্টা : মতেন্দ্র মানখিন, থিওফিল নকরেক

যোগাযোগ:  ১৯ মণিপুরিপাড়া, সংসদ এভিনিউ ফার্মগেট, ঢাকা-১২১৫। 01787161281, 01575090829

thokbirim281@gmail.com

 

থকবিরিমে প্রকাশিত কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। Copyright 2020 © Thokbirim.com.

Design by Raytahost