Thokbirim | logo

৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ২১শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

কবি ও লেখক থিওফিল নকরেক-এর জন্মদিন আজ

প্রকাশিত : সেপ্টেম্বর ০১, ২০২২, ২২:৪৪

কবি ও লেখক থিওফিল নকরেক-এর জন্মদিন আজ

গারো সাহিত্যের বিশিষ্ট কবি লেখক ও চিন্তক থিওফিল নকরেকের জন্ম দিন আজ। থকবিরিম পরিবারের পক্ষ থেকে কবিকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছ।

লেখক থিওফিল নকরেক জন্মগ্রহণ করেন ১৯৭১ সালের ১ সেপ্টেম্বর। পিতা সনেন্দ্র চিরান, মাতা মৃত: নির্মলা নকরেক। চার ভাইয়ের মধ্যে থিওফিল নকরেক কনিষ্ঠ। ঢাকার নবাবগঞ্জ বান্দুরা হলি ক্রস উচ্চ বিদ্যালয় হতে কৃতিত্বের সঙ্গে ১৯৮৭ সালে এসএসসি পাস করেন। নটরডেম কলেজ, ঢাকা থেকে ১৯৮৯ সালে এইচএসসি এবং ১৯৯১ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৯৮ সালে বনানী উচ্চ সেমিনারি থেকে ‘ঐশ্বতত্ত্ব ও দর্শনশাস্ত্রে’ স্নাতকোত্তর ডিগ্রি কোর্স সম্পন্ন করেন। পরে ১৯৯৯ সালের জানুয়ারিতে কারিতাস ময়মনসিংহ অঞ্চলে আঞ্চলিক সুপারভাইজার হিসেবে যোগদান করেন এবং আঞ্চলিক পরিচালক হন। বর্তমানে তিনি কারিতাস ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের পরিচালক হিসেবে দায়িত্বে আছেন।

২০০৯ সালে ‘গারো সংস্কৃতির জীবনবাদ পর্যালোচনা’ অভিসন্দর্ভ গবেষণা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এমফিল ডিগ্রি অর্জন করেন এবং একই বিশ্ববিদ্যালয়ে ‘পরিবর্তিত গারো সংস্কৃতি ও রূপান্তরের স্বরূপ’ বিষয়ে পিএইচডি-গবেষণা করছেন।

থিওফিল নকরেক

থিওফিল নকরেক-এর প্রকাশিত কবিতা গ্রন্থ

প্রকাশিত গ্রন্থ :

পাহাড়ি কন্যা, নকরেক আচিক তুমি ধন্য, সত্যের মুখোমুখি গারো সংস্কৃতির জীবনবাদ পর্যালোচনা, গারোদের অধিকার আদায়ের সংগ্রাম: যুগের দাবি, হৃদয়ের ঢেউ তরঙ্গিত, সেরেনজিং, ভালোবাসি শুধু তোমাকে, ইউরোপ ভ্রমণ ও সমাজ সংস্কৃতির পরিচয় ইত্যাদি।

পুরস্কার ও সম্মাননা :

থিওফিল নকরেক গবেষণা প্রবন্ধ সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য ২০১৫ সালে ‘মাদার তেরেজা সাহিত্য পুরস্কার’, মওলানা ভাষানী সাহিত্য পুরস্কার, চে-গুয়েভারা সাহিত্য পুরস্কার’, জসীমউদ্দীন সাহিত্য পুরস্কার’ বাংলাদেশ লেখক পরিষদ সম্মাননা, বাংলাদেশ গাঙচিল সাহিত্য-সংস্কৃতি পরিষদ সম্মাননা লাভ করেছেন।

https://www.youtube.com/watch?v=h_FidU2_BwY

https://thokbirim.com/2021/09/01/%e0%a6%86%e0%a6%9c-%e0%a6%b2%e0%a7%87%e0%a6%96%e0%a6%95-%e0%a6%a5%e0%a6%bf%e0%a6%93%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%b2-%e0%a6%a8%e0%a6%95%e0%a6%b0%e0%a7%87%e0%a6%95-%e0%a6%8f%e0%a6%b0-%e0%a6%9c%e0%a6%a8/

।। থকবিরিম বার্তা

 




সম্পাদক : মিঠুন রাকসাম

উপদেষ্টা : মতেন্দ্র মানখিন, থিওফিল নকরেক

যোগাযোগ:  ১৯ মণিপুরিপাড়া, সংসদ এভিনিউ ফার্মগেট, ঢাকা-১২১৫। 01787161281, 01575090829

thokbirim281@gmail.com

 

থকবিরিমে প্রকাশিত কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। Copyright 2020 © Thokbirim.com.

Design by Raytahost