Thokbirim | logo

৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

মৃত প্রায় আমি ।। দিশন অন্তু রিছিল

প্রকাশিত : ফেব্রুয়ারি ০১, ২০২২, ২২:৪১

মৃত প্রায় আমি ।। দিশন অন্তু রিছিল

মৃত প্রায় আমি

প্রাণশক্তি কেড়ে নিবি ? নে না,

আমি তো সেই কবে থেকেই পড়ে আছি এই বাংলায় অযত্নে আর অবহেলায় ।

১৯৫২ এলো, ভেবছিলাম বাংলার পাশাপাশি আমিও রবো স্বমহিমায়,

কিন্তু কোথায় আর থাকতে পারা?

 

উগ্র বাংলা প্রেমিরা কি আর থাকতে দেয় আমাকে আ’চিকের কণ্ঠ নালীতে ?

গলা টিপে মেরে ফেললো ভালুকা, ফুলবাড়ি, মদন আর পূর্বধলাতে ।

আছি মরা মরা হয়ে ময়মনসিংহের উত্তর-পূর্ব, উত্তর-পশ্চিম আর দক্ষিণ-পশ্চিমাংশের জন্মভূমিতে।

 

আজ আমি চলতে পারি না আ’চিকের পাতায় পাতায় ,

চলবো বা কেমন করে ?

এই বাংলায় কি আমাকে চলতে শিখানো হয় কচিকাঁচার মেলায় ?

বন্দি আমি আ’চিকের হ্নদয়ে ,

বন্দি থাকবই না কেন?

এই বাংলায় যে আমায় ঘৃণার চোখে তাকায় ।

আমাকে কি কখনো বিকাশ হওয়ার সুযোগ দিয়েছে রাষ্ট্র?

 

রাষ্ট্র তো আছে কেবল বাংলা নিয়ে

আমার অবাক লাগে রাষ্ট্রেরও নাকি ভাষা আছে ,

বুঝাবো কেমন করে ঐ আহম্মককে, রাষ্ট্র কথা বলতে পারে না,

কথা বলে রাষ্ট্রের জনগণ।

রাষ্ট্রের এই একচোখা নীতি এই রাষ্ট্রের জম্ম থেকেই ।

প্রাণশক্তি কেড়ে নিবি? নে না,

আমি তো সেই কবে থেকেই  পড়ে আছি এই বাংলায় অযত্নে আর অবহেলায় ।



 




সম্পাদক : মিঠুন রাকসাম

উপদেষ্টা : মতেন্দ্র মানখিন, থিওফিল নকরেক

যোগাযোগ:  ১৯ মণিপুরিপাড়া, সংসদ এভিনিউ ফার্মগেট, ঢাকা-১২১৫। 01787161281, 01575090829

thokbirim281@gmail.com

 

থকবিরিমে প্রকাশিত কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। Copyright 2020 © Thokbirim.com.

Design by Raytahost