Thokbirim | logo

১লা আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ | ১৫ই জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

ওয়ানগালা , আনচিংনি ওয়ানগালা ।। কেনুস সম্রাট ম্রং

প্রকাশিত : ডিসেম্বর ২৩, ২০২১, ১২:০৩

ওয়ানগালা , আনচিংনি ওয়ানগালা ।। কেনুস সম্রাট ম্রং

এভাবে হারিয়ে যেতে সত্যিই দেওয়া যায়না!
খেয়াল খুশি মতো, শিশুর হাতের খেলনার মতো
শীত শেষে সাপের অকেজো খোলসের মতো
একটি চলমান জাতির সচল সংস্কৃতি
আলগোছে অবহেলে অচলা- অবলা হয়ে যেতে পারে না।
ওয়ানগালায় খ্রাম বাজায় আধুনিক নকমা
আম্বিরা হেসে বলে হয় না!
ময়ূয়ের মতো পেখম মেলতে গিয়ে প্রস্ফুটিত হয় না,
আসেনা,অন্তর থেকে আসে না!
এ আসে না মানে- আমরা আর মান্দি আছি কি-না
আমাদের খ্রাম, আমাদের রাং শুনে কিনা আমাদের কথা
এ আসেনা মানে-ভুল তালে, ভুল ছন্দে
ভুল পদ-প্রক্ষেপণের হোঁচট খাওয়া নৃত্যেই-
আমরা আরোও এগিয়ে যাবো কি-না?
দুজন বয়স্কা প্রাচীন – নৈমিত্তিক চেয়ে চেয়ে দেখে
বাজনার এমন করুণ অপচয়!
কল্পনার মানসপটে ভেসে ওঠে একটি সচল ছবি-
বেড়ে ওঠা নাবালক শিশুরা
খাড়া পাহাড় বেয়ে উঠছে চিকমাং কিংবা রানিখং পাহাড়ে-
সেখানে ওয়ানগালা।

আমুয়া, আজিয়া, রেরে খাল্লা, গোরে-রওয়া, জুম চাষ
বহুদূর বিস্তৃত প্রাণ আনচান করা হারেরে,হারেরে, রেরের আওয়াজ।
হঠাৎ দৃশ্যপট যেনো পাল্টে যায়-

আধুনিক দকমান্দায় নৃত্যরত যুবক-যবতীরা
গানা গান্চি,নেংটি পরা আৎছু-আম্বি হয়ে যায়-তারপর
সেকি তুমুল নৃত্য- খামাল সাসাৎ সওয়া-র ধোঁয়ায় অন্ধকার-
প্রাচীনের গ্রিক্কা-খিম্মায় আদিম শক্তি মত্তার প্রকাশ-খা সাংমা,খা মারাক
রানিখং পাহাড় আনন্দের মদমত্তে টলতে থাকে, টলতে থাকে-
পড়ে যাওয়ার মতো টলতে থাকে-
হঠাৎ স্বপ্ন ছুটে যায়!

।। কভার ছবি শান্ত ঘাগ্রা 
সম্পাদক : মিঠুন রাকসাম

উপদেষ্টা : মতেন্দ্র মানখিন, থিওফিল নকরেক

যোগাযোগ:  ১৯ মণিপুরিপাড়া, সংসদ এভিনিউ ফার্মগেট, ঢাকা-১২১৫। 01787161281, 01575090829

thokbirim281@gmail.com

 

থকবিরিমে প্রকাশিত কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। Copyright 2020 © Thokbirim.com.

Design by Raytahost
0
Would love your thoughts, please comment.x
()
x