Thokbirim | logo

২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

বিরিশিরি কালচারাল একাডেমিতে ওয়ানগালা ১১-১২ ডিসেম্বর

প্রকাশিত : ডিসেম্বর ০৮, ২০২১, ১১:৪৭

বিরিশিরি কালচারাল একাডেমিতে ওয়ানগালা ১১-১২ ডিসেম্বর

প্রতি বছরের মতো এই বছরও আদি সাংসারেক গারোদের সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় প্রধান উৎসব ওয়ানগালা অনুষ্ঠিত হতে যাচ্ছে বিরিশিরি কালচারাল একাডেমি প্রাঙ্গণে। আগামী  ১১-১২ ডিসেম্বর( শনি-রোবার) দুদিনব্যাপী এই ওয়ানগালা উৎসবের আয়োজন করেছে বিরিশিরি কালচারাল একাডেমি।

ওয়ানগালা অনুষ্ঠানের প্রথম পর্বের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি  জানিয়েছেন  সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী জনাব কে এম খালিদ এমপি। ওয়ানগালা উৎসবের উদ্বোধন করবেন  নেত্রকোণা ১-আসনের সংসদ সদস্য জনাব মানু মজুমদার এমপি। এবং ওয়ানগালা অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি  জানিয়েছেন আবুল মনসুর (সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়)। অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জানিয়েছেন, শিক্ষাবিদ, লেখক ও গবেষক রেভা: মণীন্দ্রনাথ মারাক,  ময়মনসিংহ ১ আসনের সংসদ সদস্য জুয়েল আরেং এমপি, আবুল মনসুর (সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়)  প্রলয় চিসিম (অতিরিক্ত পুলিশ কমিশনার, বরিশাল মেট্রোপলিটন পুলিশ, বরিশাল।),  ব্রেঞ্জন চাম্বুগং (উপ-পরিচালক, বাংলাদেশ স্টেশনারী অফিস, মূদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর, জনপ্রশাসন মন্ত্রণালয়।), থিওফিল নকরেক (পরিচালক, কারিতাস বাংলাদেশ), নেত্রকোণা জেলার পুলিম সুপার আকবর আলী মুন্সী।  জান্নাতুল ফেরদৌস ঝুমা (চেয়ারম্যান, উপজেলা পরিষদ, দুর্গাপুর, নেত্রকোণা),  বীরমুক্তিযোদ্ধা আলাল উদ্দিন আল আজাদ  (সভাপতি, দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগ।),  সাজ্জাদুর রহমান সাজ্জাদ (সাধারণ সম্পাদক দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগ।) , আলাল উদ্দিন( মেয়র, দুর্গাপুর পৌরসভা, নেত্রকোণা।), আব্দুল হান্নান( সভাপতি, দুর্গাপুর উপজেলা আওয়ামী যুবলীগ।), সাদ্দাম আকঞ্জি (সাধারণ সম্পাদক, দুর্গাপুর উপজেলা আওয়ামী যুবলীগ।)  লিংকন দিব্রা( সভাপতি, বাংলাদেশ গারো ছাত্র সংগঠন(বাহাছাস), স্বতীর্থ চিরান (সহ সাংগঠনিক সম্পাদক, গারো স্টুডেন্ট ইউনিয়ন) প্রমুখ।

অনুষ্ঠানের প্রথম দিন সভাপতিত্ব করবেন নেত্রকোণা জেলার জেলা প্রশাসক  মোঃ: আব্দুর রহমান এবং দ্বিতীয় দিন সভাপতিত্ব করবেন গীতকবি ও বিরিশিরি কালচারাল একাডেমির পরিচালক সুজন হাজং। স্বাগত বক্তব্য রাখবেন দুর্গাপুর থানার নির্বাহী অফিসার জনাব মো. রাজীব উল আহসান।

দুদিনব্যাপী অনুষ্ঠানে রুগালা, সাসাত সুয়া, সেরেনজিং, গারো গান-নাচের প্রতিযোগিতাসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। আমুয়া পরিচালনা করবেন আড়াপাড়া নিবাসী খামাল উপেন্দ্র চিসিম।

ওয়ানগালা অনুষ্ঠানে অংশগ্রহণকারী সাংস্কৃতিক দলসমূহ :  মাধবপুর-বামনপাড়া সাংস্কৃতিক দল, রাণীখং দুর্গাপুর; ধোবাউড়া সাংস্কৃতিক দল, ধোবাউড়া, ময়মনসিংহ; পূর্ব উরাইল সাংস্কৃতিক দল, উরাইল, বিরিশিরি; পশ্চিম উৎরাইল সাংস্কৃতিক দল, উৎরাইল, বিরিশিরি; দাহাপাড়া সাংস্কৃতিক দল, দুর্গাপুর; গোহালীদেও সাংস্কৃতিক দল, বিরিশিরি, দুর্গাপুর; রাংরাপাড়া সাংস্কৃতিক দল, হালুয়াঘাট, ময়মনসিংহ; সুনদারে সাংস্কৃতিক দল, সাংস্কৃতিক দল, বিরিশিরি, দুর্গাপুর; আড়াপাড়া সাংস্কৃতিক দল, রাণীখং, দুর্গাপুর, ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমি, বিরিশিরি, নেত্রকোণা।

ওয়ানগালা উদযাপন অনুষ্ঠানের মিডিয়া পার্টনার থকবিরিম। থকবিরিম স্ট্রিমইয়ার্ডের মাধ্যমে তাদের ফেসবুক পেজে থেকে সরাসরি সম্প্রচার করবে।

অনুষ্ঠান সূচি

।। থকবিরিম বার্তা




সম্পাদক : মিঠুন রাকসাম

উপদেষ্টা : মতেন্দ্র মানখিন, থিওফিল নকরেক

যোগাযোগ:  ১৯ মণিপুরিপাড়া, সংসদ এভিনিউ ফার্মগেট, ঢাকা-১২১৫। 01787161281, 01575090829

thokbirim281@gmail.com

 

থকবিরিমে প্রকাশিত কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। Copyright 2020 © Thokbirim.com.

Design by Raytahost