Thokbirim | logo

৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

কোন চু-এর দেশে তুমি লিখছো কবিতা ।। পূর্ণিমা নকরেক

প্রকাশিত : অক্টোবর ২২, ২০২১, ১১:১৮

কোন চু-এর দেশে তুমি লিখছো কবিতা ।। পূর্ণিমা নকরেক

কোন চু-এর দেশে তুমি লিখছো কবিতা

এখনও রাত গভীর হয় যথানিয়মে। ভাবি এই বুঝি তুমি পোস্ট দেবে

এমনই মনে হয় মাঝেমধ্যে মাঝরাতে। চু-পানে উন্মাতাল তোমার লেখা

বিষণœ রাতের আনন্দ হয়ে আসে আর।

হঠাৎ তুমি চলে গেলে কোন চুয়ের দেশে? প্রতিদিন তোমার চু-এর

পোস্টে মাতাল আমরা হারিয়ে ফেললাম তোমাকে।

তোমার চু-পোস্টে
খুঁজে পেতাম তৃষ্ণা, পেতাম ভাতের গন্ধ। এখন ফেসবুক খুলে দেখি

তোমার না লেখা পোস্ট যে পোস্টে আমরাও মাতাল হয়ে যেতাম।

কোথায় পাবো তোমার আজকে লেখা চু-এর

পোস্ট আজ কোন চু-এর দেশে তুমি লিখছ কবিতা?



৯ সেপ্টেম্বর ব্রেইনস্ট্রোক করে তরুণ কবি শাওন রিছিল গুলশানের একটি ক্লিনিকে মারা যান। পরে তার নিজ বাড়ি হালুয়াঘাট থানার দক্ষিণ গোবরাকুড়া গ্রামে সমাধিস্থ করা হয়। কবি শাওন রিছিল স্মরণে থকবিরিম ‘ বিশেষ স্মরণ সংখ্যা’ প্রকাশ করেছে। সেই সংখ্যায় প্রকাশিত লেখাগুলো থকবিরিম অনলাইন পাঠকদের জন্য ধারাবাহিকভাবে প্রকাশ করা হচ্ছে।




সম্পাদক : মিঠুন রাকসাম

উপদেষ্টা : মতেন্দ্র মানখিন, থিওফিল নকরেক

যোগাযোগ:  ১৯ মণিপুরিপাড়া, সংসদ এভিনিউ ফার্মগেট, ঢাকা-১২১৫। 01787161281, 01575090829

thokbirim281@gmail.com

 

থকবিরিমে প্রকাশিত কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। Copyright 2020 © Thokbirim.com.

Design by Raytahost