Thokbirim | logo

২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

প্রণব নকরেক’র দুটি কবিতা

প্রকাশিত : সেপ্টেম্বর ২০, ২০২১, ১০:১৯

প্রণব নকরেক’র দুটি কবিতা

ধ্রুপদী প্রেম

সাগর উপসাগর থেকে মহাসাগর
মহাদেশ থেকে মহাদেশ সর্বত্র ছড়িয়ে যাক
গণতন্ত্র সমাজতন্ত্র কিংবা রাজতন্ত্র
শুধু বজায় থাকুক আমার তোমার সীমায় একনায়কতন্ত্র ।
কোন চুক্তি নয় চাই যুদ্ধ
সামরিক কিংবা অর্থনৈতিক আগ্রাসন
জোট নয় প্রতিহত করব একা
তোমার মেরু থেকে প্রান্ত চাই একচ্ছত্র আধিপত্য ।
পুঁজিরূপে যদি আসে উপনিবেশবাদ
খোলা নয় রুদ্ধ করব দ্বার
বার্লিন প্রাচীরের মতো যদি হয় ক্ষয়
চাইব না স্নায়ুযুদ্ধ আনবিক বোমায় ধ্বংস করে দিব সব ।
আরব বসন্তের হাওয়া প্রবাহিত হোক এশিয়া থেকে ইউরোপ
বিপ্লব ঘটুক পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে
পতন ঘঠুক জার মাঞ্চু কিংবা শাহ র
অথবা উত্থান মার্কিন শক্তির
বিস্ফোরিত হোক তালেবানের মতো
কট্টর চরম কিংবা উগ্রপন্থী
উষ্ণতায় উত্তপ্ত হোক বিশ্ব
সাপের মতো পাল্টে যাক পৃথিবীর খোলস
বিশ্বরাজনীতির মতো বদলে যাক প্রকৃতি
শুধু অবিচল থাকুক ধ্রুপদী তোমার প্রেম ।

ফ্যাসিবাদী

প্রেমিক হতে ইচ্ছে করে সাম্রাজ্যবাদীর মতো
সর্বত্র চাই প্রেমের বিস্তার
প্রেমিকা তোমার হৃদয়ের জমিনে।
দখল করে নিতে ইচ্ছে করে ইসরায়েলের মতো
বসত গড়তে তোমার আবাসভূমি
হায় ভেঙে যায় সব ঈশ্বরের মনোনীত প্রেমিক নই আমি।
ধ্বংস করে দিতে চাই সন্ত্রাসী হামলায়
তোমার প্রেমের উদারনীতি
চাই হত্যা অথবা নির্বাসন তোমার যত কূটনীতি।
দেবদাসের মতো চাইনা হতে ব্যার্থ
যদি হতেও হয় হিটলারের মতো ফ্যাসিবাদী
নির্বিচারে করব হত্যা তোমার যত প্রেমাকাঙ্ক্ষী।






সম্পাদক : মিঠুন রাকসাম

উপদেষ্টা : মতেন্দ্র মানখিন, থিওফিল নকরেক

যোগাযোগ:  ১৯ মণিপুরিপাড়া, সংসদ এভিনিউ ফার্মগেট, ঢাকা-১২১৫। 01787161281, 01575090829

thokbirim281@gmail.com

 

থকবিরিমে প্রকাশিত কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। Copyright 2020 © Thokbirim.com.

Design by Raytahost