Thokbirim | logo

২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

দেখা হবে  ।। তেনজিং ডিব্রা

প্রকাশিত : আগস্ট ৩০, ২০২১, ১৯:৪২

দেখা হবে  ।। তেনজিং ডিব্রা

দেখা হবে

 

রাষ্ট্র! রাজপথে আবার দেখা হবে!

এডুওয়ার্ড মাংসাংকে মধ্যযুগীয় সামিল বর্বর নির্যাতনের;

কোনো এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে।

 

রাষ্ট্র! রাজপথে আবার দেখা হবে!

ভারতী-সভানীর-সবিতা, কমলা-য়মনির মতো অসহায় মানুষের,

ভূমি উচ্ছেদের কোনো মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে।

 

রাষ্ট্র! রাজপথে আবার দেখা হবে!

স্বাধীন দেশের কোনো এক স্থানে;

আদিবাসীর উপর নির্যাতনের প্রতিবাদে

কোনো এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে।

 

রাষ্ট্র! রাজপথে আবার দেখা হবে!

কালো কাপড়ে চোখ বাঁধা অমর ভাস্কর্যের বেশে,

বিচারহীন এই রাষ্ট্রের রাজ পথে পথে

জ্বালাময়ী রোদে কাকতাড়ুয়ার বেশে,

ধর্ষণের কোনো এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে।

 

রাষ্ট্র! রাজপথে আবার দেখা হবে!

উচ্ছেদ-ধর্ষন-গুম, নির্যাতনের কোনো এক প্রতিবাদী স্লোগানের কণ্ঠে কণ্ঠে।

সেখানেই তোমার আমার ইতিহাস হোক আদিবাসীর ঐক্যে, একতা;

নয়তো হবে এই স্বাধীন রাষ্ট্রে আবার গুলিবিদ্ধ হওয়া পীরেনের সামিলতা।

 

 

রাষ্ট্র! রাজপথে আবার দেখা হবে!

ওই লাল ব্যানারের আলতো স্পর্শতায়,

বিচারহীন রাষ্ট্রের কাছে নীরব ক্ষোভ, আক্রোশতায়,

দাঁতে দাঁত কামাড়িয়ে রক্ত গরম শরীর ও  লাল বর্ণ চোখে,

নয়তো ন্যয় বিচার প্রতিষ্ঠায় রাজপথে

কালো  কাপড়ে চোখ বাঁধা অবস্থায়।

 

রাষ্ট্র! রাজপথে আবার দেখা হবে!

শিড় দাঁড়ানো রোদে, ঘামার্থ শরীরে,

বিটুমিন মেশানো রাজপথে মিছিল অথবা মৌনতায়,

রাজপথ কাঁপতে কাঁপতে হবে প্রতিবাদী

নয়তো হয়ে উঠবে তাপদাহ।

 

রাষ্ট্র! রাজপথে আবার দেখা হবে!

মাইক্রোফোন হাতে জ্বালাময়ী বক্তব্য দেবার বেলায়,

বাঘের সহিত গর্জনে  ব্রজ্র কণ্ঠে, মুখরিত হবো,

রাষ্ট্রের কাছে প্রশ্ন রাখবো !

আর কত আদিবাসীর উপর উচ্ছেদ অভিযান চালাবে?

কতদিন-রাত, কতযুগ-বছর,

নীড়হীন পাখির মতো, খোলা আকাশের নিচে গৃহহীন থাকবো?

 

হে রাষ্ট্র আর কতদিন এই রাজপথে?

তৃষ্ণার্ত গলায়, নিদ্রীহীন, আহারহীন আমরণ অনশনের প্রতিজ্ঞায়

রাজপথে নামলে তোমার মনে তৃপ্তি মিটবে

আর কতজন মা-বোন ধর্ষিত,নির্যাতিত হলে

রাষ্ট্র তুমি খুশি হয়ে বিচার ধার্য করবে!



 




সম্পাদক : মিঠুন রাকসাম

উপদেষ্টা : মতেন্দ্র মানখিন, থিওফিল নকরেক

যোগাযোগ:  ১৯ মণিপুরিপাড়া, সংসদ এভিনিউ ফার্মগেট, ঢাকা-১২১৫। 01787161281, 01575090829

thokbirim281@gmail.com

 

থকবিরিমে প্রকাশিত কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। Copyright 2020 © Thokbirim.com.

Design by Raytahost