Thokbirim | logo

১১ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | ২৭শে অক্টোবর, ২০২১ খ্রিস্টাব্দ

 এডওয়ার্ড মাংসাংকে নির্মম নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত : আগস্ট ২৮, ২০২১, ০০:০০

 এডওয়ার্ড মাংসাংকে নির্মম নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায় গনমাধ্যমকর্মী প্রিন্স এডওয়ার্ড মাংসাংকে  মধ্যযুগীয় কায়দায়  নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ আগস্ট ২০২১) বিকাল ৫টার দিকে শাহাবাগস্থ  জাদুঘরের সামনে এই মানব বন্ধন পালিত হয়েছে। মানবন্ধনটি আয়োজন করেন বিক্ষুব্ধ সচেতন নাগরিক সমাজ।

ঢাকা ওয়ানগালা(বনানী-গুলশান)র নকমা শুভজিৎ সাংমার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, বাগাছাস ঢাকা মহানগর শাখার সভাপতি প্যাট্রিক চিসিম, আদিবাসী যুবফোরামের সভাপতি অনন্ত বিকাশ ধামাই, আদিবাসী যুবপরিষদের সভাপতি হরেন্দ্রনাথ সিংহ, গারো স্টুডেন্ট ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক লেবিও ম্রং প্রমুখ।

মানববন্ধনে বক্তাগণ প্রিন্স এডওয়ার্ড মাংসাংয়ের সাথে ঘটে যাওয়া চরম অমানবিক ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন। এবং এসকল ঘটনায় জড়িত চেয়ারম্যানসহ  সবা্ইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান।

মানববন্ধন সঞ্চালনা করেন গারো স্টুডেন্ট ইউনিয়ন ঢাকা মহানগর শাখার সভাপতি সতীর্থ চিরান। মানববন্ধ সমাবেশটি থকবিরিম তাদের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করেন। লিঙ্ক:

https://www.facebook.com/thokbirim/videos/426644848751375/?notif_id=1630061879567224&notif_t=page_share&ref=notif

।। থকবিরিম প্রতিনিধি, ঢাকা। 
সম্পাদক : মিঠুন রাকসাম

উপদেষ্টা : মতেন্দ্র মানখিন, থিওফিল নকরেক

যোগাযোগ:  ১৯ মণিপুরিপাড়া, সংসদ এভিনিউ ফার্মগেট, ঢাকা-১২১৫। 01787161281, 01575090829

thokbirim281@gmail.com

 

থকবিরিমে প্রকাশিত কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। Copyright 2020 © Thokbirim.com.

Design by Raytahost