Thokbirim | logo

১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

ধ্রব মানখিন থাংবাদ-এর দুটি কবিতা

প্রকাশিত : আগস্ট ১৯, ২০২১, ০০:৪৪

ধ্রব মানখিন থাংবাদ-এর দুটি কবিতা

কোভিড-১৯ 

আমি কোন সীমানা বা গলি মানি না।

আমি খ্যাতিমান,সেলিব্রিটি কিংবা সাধারণ জানি না।

আমি গর্জনকারী শিখা কিংবা তাণ্ডবের লেলিহা,

আমি আমার পথের সব কিছুকে গ্রাস করি।

দরিদ্র এবং ধনী উভয়ই আমার ক্রোধ অনুভব করে.,,

আমার দানবীয় তাণ্ডবে বিশ্ব আজ দিশেহারা

ইতিহাসের পাতায় উন্মোচিত শত্রুতায় স্থবির মানবজাতি।

সুতরাং, আপনার অর্থ আর আধিপত্য নয়

আপনার পদমর্যাদা, গোত্র, জাতিসত্তার অহং কমিয়ে আমার দিকে মনোনিবেশ করুন

কারণ তুমি দেখতে পাচ্ছ না, দেখতে পাচ্ছ না?

 

আমি কোন অনুক্রম বন্ধ জানি না।

আমার উপস্থিতি ভয় এবং নৈরাজ্য নিয়ে আসে,

আমি স্যামসনের চেয়েও শক্তিশালী।

আমি আপনার  অর্থনীতি ভেঙে দেব

আমি তোমার ধর্ম বিশ্বাস ভেঙে দেব

যদি তুমি আমাকে অনুমতি দাও তবেই সম্ভব।

আপনি যে বর্ণবাদ ধর্ম দেখান তা কেবল আমাকে শক্তিশালী করে।

আপনি আপনার পরিচয় মাস্ক দিয়ে গোপন করুন ,

আপনি দাবি করেন যে আপনার হাত পরিষ্কার,

তারপর বারবার স্যানিটাইজ করুন।

 

আমি যে মৃত্যুর জন্য দায়ী তা কোন দোষ নয়

বরং এটা  আমার জন্মগত স্বভাব

আপনি আমাকে জয় করতে পারো;

এটা আপনার  রক্তে, এটা আপনার  স্বভাবে।

 

আমি কোন অধ্যাপক কিংবা বক্তা নই;

শুধু আপনার সচেতনতার স্বভাব

আমার ধ্বংসাত্মক স্বভাবকে দমন করতে পারে।

আপনার অসচেতনতা স্বভাব আমাকে প্রভাবিত করে,

আমি সুযোগ সন্ধানী,

একদিনে অনেক শিকারকে ধরে ফেলি।

ফলস্বরূপ যুদ্ধের চেয়েও খারাপ কিছু দেখতে পাও।

 

সর্বলগ্নে মানবতার জন্য লড়াই করা মূল্যবান

কারণ কোন কর্তৃপক্ষই আমার চেয়ে উচ্চ নয়

কারণ আমি সংবিধান কিংবা ঐতিহ্যের নিয়ম ভঙ্গ করি;

আমি নিত্যদিনের  স্বাভাবিক অবস্থার আইন ভঙ্গকারী

আমি ব্রেকিং নিউজের দখলকারী আতংক।

যদিওবা  আমাকে মেরে ফেললে,

আমি আমার ক্রোধ ভুলে যাবো না

আবার আমি আঘাত করব,ভয়ংকর দানবীয় রূপে।

আমার কারণে অনেক মানুষ কষ্ট পাচ্ছে কিংবা অসহ্য যন্ত্রণায় চিৎকারও করছে।

আপনার উচিত দেখে সচেতন হওয়া, অন্যদের সচেতন করা।

আমি যখন ব্রেকিং নিউজ আর ইতিহাসের বইগুলোতে নাম লিখেছি;

আপনি তখন জীবন মরণ খেলায় ব্যস্ত।

আপনি কি আমাকে দেখতে, শুনতে পাচ্ছ??

আমি হরতাল,সমাবেশ এর আগে কিংবা স্বাস্থ্যবিধি মানলে  ছড়াবো না;

আমার বেঁচে থাকার একমাত্র উপায় আপনার অসচেতনতা!!

আমি রাস্তায় ঘুরে বেড়ানোর জন্য আপনাকে দরজা নক করবো

কিন্তু হত্যাকারীর থেকে সতর্ক থাকুন;

তুমি আমার লক্ষ্য কখনো জানো না!

বেছে থাকার জন্য, আমার থেকে বেছে থাকার পন্থা অবলম্বন করুন।

 

জাজং এর অমাবস্যা

(উৎসর্গ : জাজং নকরেকের বিদেহী আত্মার জন্য)

 

পৃথ্বীর জাজং (চাঁদ) হঠাৎ নিভে গেল,

মরণ নামক অমাবস্যার গ্রাসে।

অমাবস্যার গ্রাসে, নিয়তির পরিহাসে;

উজ্জ্বল নক্ষত্র চিরকাল মেঘের দেশে।

স্থবির হঠাৎ অমাবস্যার গ্রাসে

আরো কিছুকাল দীপ জ্বালাতে।

জাজং কীসের পরাজয়, তুমি করেছ বিশ্বজয়,

আজ তুমি সবার মনের মনিকোঠায়,

সোহাগের সহবাসে, শোকাহত বেশে।

পৃথ্বীর জাজং হইতো ছিল তোমার তাড়া,

তাইতো আজ আমরা পৃথ্বীর জাজং হারা।

অমাবস্যার মাঝেও প্রদীপ্ত হয়ে,

ভালো থেকো তারাদের দেশে।

# বি.দ্র. আচিক (গারো) ভাষায় চাঁদকে জাজং নামে আখ্যায়িত করা হয়।

 

। ।  তরুণ কবি ধ্রব মানখিন (থাংবাদ) শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে পড়ালেখা করছেন।.



 




সম্পাদক : মিঠুন রাকসাম

উপদেষ্টা : মতেন্দ্র মানখিন, থিওফিল নকরেক

যোগাযোগ:  ১৯ মণিপুরিপাড়া, সংসদ এভিনিউ ফার্মগেট, ঢাকা-১২১৫। 01787161281, 01575090829

thokbirim281@gmail.com

 

থকবিরিমে প্রকাশিত কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। Copyright 2020 © Thokbirim.com.

Design by Raytahost