Thokbirim | logo

৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

আর্তনাদ ।। নিগূঢ় ম্রং

প্রকাশিত : আগস্ট ০৯, ২০২১, ১০:০৬

আর্তনাদ ।। নিগূঢ় ম্রং

আর্তনাদ 

মধুপুরের শালবনের গারো নারী বাসন্তী রেমার চোখের জল,
কান্নার আওয়াজ আজও কানে এসে বাজে

গাইবান্ধার গোবিন্দগঞ্জের সান্তাল পল্লির আগুনের লেলিহান শিখা

পুঁড়ে যাওয়া ঘরের ছাঁই বাতাসে মিশে ছুঁয়ে গেছে আমার দেহে,

পটুয়াখালীর পায়রা বন্দরে পরিণত থাবা

রাখাইন পাড়ার মাটির আর্তচিৎকারে কেঁদে উঠে,

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গারো খাসিয়া পাড়ায়

কর্পোরেট ভোগবাদীর আগ্রাসনে গুমরে কাঁদে।

বনাখলা, আগারপুঞ্জি, নাহারপুঞ্জি আজ স্তব্ধ!
পান বরজ বাঁচতে পারে না এই পাহাড়ে-
ভাবুন কি মানসিক যন্ত্রণায় আদিবাসীরা বাঁচে!

বিনীতা রেমার চোখের জল ভেসে যায় বঙ্গোপসাগরে।

বান্দরবানের চিম্বুক পাহাড়ের ম্রো’দের আর্তনাদ

আজ বিষাদের মূর্চ্ছনার ঢেলে দিচ্ছে,

শান্তির বার্তা প্লুং এর সুর রাষ্ট্রযন্ত্র কেড়ে নিচ্ছে,

ম্যারিয়ট, পাঁচ তারকা হোটেলের ফুলের টবে সবুজবীথি আটক করা কি যায়?

সীতাকুণ্ডের সোনাইছড়ি ত্রিপুরা পাড়ায় করাল গ্রাসে নিপতিত রাষ্ট্রের হাল চাষ,

নাইক্ষ্যংছড়ির চাক পরিবারের বিতাড়িত বনিতা কাদের স্বার্থ সুখ?

রোয়াংছড়ি ফাক্ষ্যং পাড়ার মারমা গ্রাম বিলীন জয় বাংলা কবিতা?

মধুপুরের শালবনের গারো কোচদের উচ্ছেদ ষড়যন্ত্র,
আগ্রাসনে জীবন মুমূর্ষু!

দিনাজপুরের ঝিনাইকুড়ি,হালজা গ্রামে কঁড়া জাতিগোষ্ঠীর নিশ্চিহ্ন পথ ডিজিটাল শব্দের বাংলার আখ্যান?

শ্মশান! মান্দি বলে মারুদাম।

বেঁচে থেকেও নির্যাতিত, মৃত্যুর পরও শ্মশানও রেহায় মেলে না,

মান্দিদের আদি ধর্মীয় বিশ্বাসের সংসারেক আজ বিতাড়িত,
খাসিয়া বলে সেরেংগাম (বনাক গাছ)
আদিধর্ম জেন্টিল অনুসারীরা পূজো করে-

বন জঙল রাষ্ট্রের হালচাষে, গাছ উজার, বৈচিত্র্য রুক্ষতা,
শুধু আদিবাসীরাই আগ্রাসনের নিশ্চিহ্ন পথে নামে না ,
সাথে নামে…
নিশ্চিহ্ন হয়, আমি, জন্মভিটে, বন, পাহাড় জঙল, গাছ, পাখি- আদি ধর্মের

অত পেট সাংঘাতিক রাষ্ট্রের!



 




সম্পাদক : মিঠুন রাকসাম

উপদেষ্টা : মতেন্দ্র মানখিন, থিওফিল নকরেক

যোগাযোগ:  ১৯ মণিপুরিপাড়া, সংসদ এভিনিউ ফার্মগেট, ঢাকা-১২১৫। 01787161281, 01575090829

thokbirim281@gmail.com

 

থকবিরিমে প্রকাশিত কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। Copyright 2020 © Thokbirim.com.

Design by Raytahost