Thokbirim | logo

১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ | ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ

আসছে নতুন বই- Manderangni Ganding Chinding

প্রকাশিত : জুলাই ২৩, ২০২১, ১০:৩৯

আসছে নতুন বই- Manderangni Ganding Chinding

সুমনা চিসিম একজন লেখক একজন চিন্তক একজন গবেষক। উনার গবেষণাগ্রন্থ ‘গারো জাতির ব্যবহৃত বনজ ঔষধি’ একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ। এটি লেখকের প্রথম প্রকাশিত বই। এরপর ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছে দেলং, গারো লোককাহিনি, ছোটদের লোককাহিনি, ১৯৭১ স্মৃতিতে গারো শরণার্থী, সাংমা অন আ হুইলচেয়ার, আমার দেখা আফ্রিকা!

আগামী অমর একুশে গ্রন্থ মেলায় সুমনা চিসিমের লেখা গারো আদিবাসীদের পোশাকআশাক ও অলঙ্কারাদি নিয়ে  ‘Manderangni Ganding Chinding’ মান্দেরাংনি গান্দিং চিন্দিং’ প্রকাশিত হতে যাচ্ছে।

লেখকের মতে, গারোদের রয়েছে নিজস্ব ঐতিহ্যবাহী নানান পোশাকআশাক। রয়েছে নিজস্ব অলঙ্কর। নিজস্ব পোশাক আশাক-অলঙ্কারাদি আজ হারিয়ে যেতে বসেছে। ব্যবহার না করায় স্মৃতির অতলে চলে যাচ্ছে। গারোদের পোশাক-অলঙ্কারাদি তরুণ প্রজন্মের কাছে নতুনভাবে পরিচিতি করণের জন্য,  নিজস্ব পোশাক অলঙ্কারাদি  সম্পর্কে তরুণ প্রজন্মকে জানান দেয়ার জন্যই এই বইটি করার  উদ্দেশ্য।

বইটি  প্রকাশ করছে থকবিরিম প্রকাশনী। বইটিতে গারোদের নিজস্ব পোশাক-অলঙ্কারাদির ছবিসহ ব্যাখ্যা  থাকছে বলে জানা গেছে।

।। থকবিরিম বার্তা



 




সম্পাদক : মিঠুন রাকসাম

উপদেষ্টা : মতেন্দ্র মানখিন, থিওফিল নকরেক

যোগাযোগ:  ১৯ মণিপুরিপাড়া, সংসদ এভিনিউ ফার্মগেট, ঢাকা-১২১৫। 01787161281, 01575090829

thokbirim281@gmail.com

 

থকবিরিমে প্রকাশিত কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। Copyright 2020 © Thokbirim.com.

Design by Raytahost