Thokbirim | logo

৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

আদিবাসীদের আত্মনিয়ন্ত্রণাধিকার বিষয়ক ভার্চুয়াল অনুষ্ঠান বৃহস্পতিবার

প্রকাশিত : জুলাই ১৪, ২০২১, ২২:৩৮

আদিবাসীদের আত্মনিয়ন্ত্রণাধিকার বিষয়ক ভার্চুয়াল অনুষ্ঠান বৃহস্পতিবার

জাতিসংঘের আদিবাসী অধিকার বিষয়ক এক্সপার্ট ম্যাকাজিম (এমরিপ) এর অধিবশেন শুরু হয়েছে সোমবারে থেকে চলবে আগামী শুক্রবার পর্যন্ত। মহামারির কারণে এবছরও ভার্চুয়াল ও হাইব্রিড প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠানগুলো আয়োজন করা হচ্ছে।  মঙ্গলবার এশিয়া অঞ্চলের আঞ্চলিক অধিবেশন ছিল। সেখানে নির্ধারিত এজেন্ডা ১. আদিবাসী শিশু অধিকার ও ২. আদিবাসীদের আত্মনিয়ন্ত্রণাধিকার এর ওপর বাংলাদেশ থেকে টনি চিরান (বাংলাদেশ যুব ফোরাম), মিতা হাজং (বাংলাদেশ জাতীয় হাজং সংগঠন), জেমি তঞ্চঙ্গ্যা (বিপনেট ও মালেয়া ফাউন্ডেশন) এবং ক্লিওপেট্রা ত্রিপুরা (এশিয়া আদিবাসী ককাস) অনলাইনে অংশ নিয়ে সংগঠনের পক্ষ থেকে নিজ নিজ বিবৃতি প্রদান করেন।

আগামীকাল (১৪ জুলাই ২০২১) বাংলাদেশ সময় বেলা ২টায় একটি সাইড ইভেন্ট অনুষ্ঠিত হবে। বিষয়: “এশিয়ার আদিবাসীরা তাদের আত্মনিয়ন্ত্রণাধিকার কতটুকু উপভোগ করছে: এ বিষয়ে তাদের সক্ষমতা বাড়াতে শর্তাবলি বিশ্লেষণ।” এ আলোচনায় ভারত, ফিলিপাইন, মায়ানমার ও বাংলাদেশ থেকে আদিবাসীদের আত্মনিয়ন্ত্রণাধিকার চর্চার কথা শেয়ার করবেন এ ৪জন বক্তা। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির পক্ষ থেকে বক্তব্য প্রদান করবেন মঙ্গল কুমার চাকমা। এ অনুষ্ঠানে মানবাধিকার বিষয়ক আন্ত:আমেরিকান কমিশন থেকে তাদের অভিজ্ঞতা তোলে ধরা হবে। সেখানে এমরিপ সদস্য বিনোতাময় ধামাই এর বিশেষ আলোচনা থাকবে। এমরিপ এর এ সাইড অনুষ্ঠানটি আয়োজন করেছে এশিয়া ইন্ডিজেনাস পিপলস প্যাক্ট (এআইপিপি) এর সাথে আরো ৩টি আন্তর্জাতিক প্রতিষ্ঠান। অনুষ্ঠানে অংশ নিতে ইচ্ছুক অংশগ্রহণকারীগণ নিবন্ধন করতে পারেন। নিবন্ধনের লিঙ্ক: https://us02web.zoom.us/meeting/register/tZIvdumsrT0oGNxgmGUnqfxwJWlXVpYAPTua

।। সোহেল হাজং, এআইপিপি, থাইল্যান্ড



 




সম্পাদক : মিঠুন রাকসাম

উপদেষ্টা : মতেন্দ্র মানখিন, থিওফিল নকরেক

যোগাযোগ:  ১৯ মণিপুরিপাড়া, সংসদ এভিনিউ ফার্মগেট, ঢাকা-১২১৫। 01787161281, 01575090829

thokbirim281@gmail.com

 

থকবিরিমে প্রকাশিত কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। Copyright 2020 © Thokbirim.com.

Design by Raytahost