Thokbirim | logo

১১ই কার্তিক, ১৪২৮ বঙ্গাব্দ | ২৭শে অক্টোবর, ২০২১ খ্রিস্টাব্দ

রম্য ।। দেহের ভাঁজ (সংখ্যাত্বত্ত) গুনে আমরা প্রেমিক নই ।। নিগূঢ় ম্রং

প্রকাশিত : জুলাই ০৭, ২০২১, ২২:০৫

রম্য ।। দেহের ভাঁজ (সংখ্যাত্বত্ত) গুনে আমরা প্রেমিক নই ।। নিগূঢ় ম্রং

দেহের ভাঁজ(সংখ্যাত্বত্ত) গুনে আমরা প্রেমিক নই

উৎসর্গ: সকল আর্জেন্টিনা প্রেমিকদের
—————————————
প্রেমিকা হয়েছো কখনো? ভালোবেসেছো কখনো? প্রেম করেছো কখনো?
হ্রদয় ছটফট করেছে কখনো, বুক ধুরু ধুরু করে কেঁপেছে কখনো?

মন প্রাণ নাড়াচাড়া করেছে কখনো?
যদি না হয়ে থাকে,
তুমি প্রেমিক হওনি কখনো, ভালোবাসোনি কখনো,

প্রেমে পড়োনি কখনো,সওটা ভালোবাসা নয়

ওটা প্রেম নয়, ওটা নির্ঘাত মোহ!
যে প্রেমিক তোমার হ্রদয় মন ছটফট করাতে পারেনি,
বুকটা ধুরু ধুরু কাঁপুনি করাতে পারেনি,
পুরো শরীরে শিহরণে প্রকম্পিত করতে পারেনি,
বুঝে নিবে, প্রেমিক হিসেবে তুমি তার প্রেমের যোগ্য হওনি।

যদি জিজ্ঞেস করি, কার প্রেমিক তুমি? কিসে প্রেমে পড়েছো?
সহসাই উত্তর দিবে? কোনো এক চম্পাবতীর প্রেমিক তুমি,
তার টানাটানা দুচোখে, তার এলোকেশী চুলে

তার মুখশ্রী মণ্ডলে, উত্তাল সাগরের মতো তার আঁকাবাঁকা ঢেউয়ের দেহে?
এতেই যদি আটকে থাকে, উহা নির্ঘাত মাস পিণ্ডের লালসা,
প্রেম কোনো বৃত্তে আটকে থাকে না।
প্রেম সর্বাঙ্গে, নদী পাহাড়ে,পথের ধারে নাম না জানা কোনো ফুলে

শৈল্পিক চোখে গাছের পাতাও যদি নড়ে,
সেইতাতেও প্রেমে পড়ে, প্রেমিক হতে পারে।

এই যেমন প্রেমিক হয়েছি, প্রেম হয়েছে-
আর্জেন্টিনা ফুটবল দলকে ভালোবেসেছি।
তাকে ভালোবেসে হ্রদয় চটফট করে,
এই বুঝি হেরে গেলো বলে বুক ধরফর করে,
মন প্রাণ স্নায়ু টান মারে।
এই তো ভালোবাসা, এইতো প্রেম হয়, প্রেমিক হয়।
এই প্রেম তোমরা সংখ্যাত্বত্ত মোহের প্রেমিকরা বুঝবে না।
দীর্ঘ ২৮বছর শিরোপা খরা?
২৮বার মরে আবার জন্মেও যদি খরা থাকে ওটেও কিছু নই,
প্রকৃত ভালোবাসা, প্রকৃত প্রেম, প্রকৃত প্রেমিক এভাবেই হয়।

শুনছো, সংখ্যাত্বত্তের হিসেবের শিরোপা প্রেমিকরা এটা মোহ নই।
তোমরা শিরোপা সংখ্যাত্বত্তে আহাজারিতে মাতোয়ারা!
ঠিক যেন এমন- শরীরের ভাঁজ গুনে গুনে প্রেমিক হতে চাও?
ভাঁজে কম হলে প্রেম হবে না?

কেমন প্রেমিক তোমরা প্রেমিক হলে প্রেম বুঝলে না!
তোমরা যখন ভাঁজে ভাঁজে সংখ্যাগুনে সৌন্দর্য খুঁজো দেহে-
আমরা তখন সবুজ মাঠের ঘাসে প্রেমিকা প্রিয় দলের পায়ের চাপ খুঁজি

ভালোবাসার চিহ্নে… 
সম্পাদক : মিঠুন রাকসাম

উপদেষ্টা : মতেন্দ্র মানখিন, থিওফিল নকরেক

যোগাযোগ:  ১৯ মণিপুরিপাড়া, সংসদ এভিনিউ ফার্মগেট, ঢাকা-১২১৫। 01787161281, 01575090829

thokbirim281@gmail.com

 

থকবিরিমে প্রকাশিত কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। Copyright 2020 © Thokbirim.com.

Design by Raytahost