Thokbirim | logo

২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

গারো লোককাহিনি।। খ্রাম ।। বিভা সাংমা

প্রকাশিত : জুন ১২, ২০২১, ১৪:৪৩

গারো লোককাহিনি।। খ্রাম ।। বিভা সাংমা

পাতালপুরির আধো আলো আধো অন্ধকারে নিজের পেটটাকে, ঢাকের মত বাজিয়ে সি’সি থপ্পা বাঁশির সুর তুলে না’সুদেঙ্গা, স্থুলদেহী ফক্কা রন্দাও পায়ে খাটো দা’লিং বিবস্ত্র অবস্থায় নেচে-গেয়ে, দিন-মাস-বৎসর ভুলে আমোদ ফুর্তিতে দিন কাটাচ্ছিল। তাদের আনন্দের কোন শেষ ছিল না।
ফক্কা রাজা ছেংসা নকমা (পান কৌড়ি) খাদ্যের সন্ধানে ঘুরতে ঘুরতে গভীর সমুদ্রের তলদেশ পার হয়ে সেই আনন্দ কোলাহল পরিপূর্ণ দেশে উপস্থিত হল। তাদের কা- দেখে তার আর চোখের পলক পড়ে না। অবাক বিস্ময়ে পর্যবেক্ষণ শেষ করে সে নিজ দেশে ফিরে এলো।
ওয়াক মিথং বাজারের কাছে যে বিশাল জলাভূমি ছিল তারই কিনারে প্রতিদিন সকালে ও সন্ধ্যায় কখনো ডানা মেলে, কখনো গুটিয়ে, কখনো বা ডানা ঝাপটে, তালে তালে কখনো সামনে অগ্রসর হয়ে, কখনো পিছু হটে সে মনের আনন্দে লাফ-ঝাপ দিয়ে নেচে বেড়াতে লাগল। সেই আনন্দ ঢেউএর সাথে জলাভূমির এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ঝিকমিকি করতে লাগল।

একদিন আৎছু দু’ছেংফা ও খামছেদুংফা এই দুই ভাই ওয়াক মিথং বাজারে আদা বিক্রি করতে গিয়ে এমন আজব কা- দেখতে পেল। অনেক সাধ্য সাধনার পর ফক্কা রাজা ছেংসা নকমা তাদের পাতালপুরির পথ বাতলে দিল। গভীর সমুদ্রের নানা বিপদ পার হয়ে তারা সেই স্বপ্নীল পুরিতে উপস্থিত হল। দেখল ধুপ-ধুনা জে¦লে ‘‘গৌরী” (বিশেষ ধরনের নাচ) নাচ চলল। মনোযোগের সাথে নাচ শিখে তারা বাড়িতে ফিরে এল। নাচ দেখিয়ে তারা গ্রামের লোকজনদের আনন্দে উদ্বুদ্ধ করল। তাদের অনুরোধে নাচ শিক্ষা দিতে গিয়ে বাদ্য যন্ত্রের প্রয়োজনীয়তা দেখা গেল। বাঁশের চোঙার দুই প্রাতে ‘‘দামিলজাংআ” (এক প্রকার বুনো গাছের পাতা) গাছের পাতা লাগিয়ে ‘‘সিখ্রি” (এক জাতীয় বন্যলতা) দিয়ে টান টান করে বেঁধে দিল। দুই হাত দিয়ে চোঙার দুই প্রান্ত বাজানোর সঙ্গে সঙ্গে পাতা ফেটে গেল, লতাও ছিঁড়ে গেল। চোঙার মুখে নানা গাছের পাতা, ছাল আরও হরেক রকমের জিনিস লাগানো হলো, কিন্তু সবই ফেটে চৌচির হল।
সব শেষে বলাগিপক (এক প্রকার বুনো গাছ) গাছ কেটে, খোদাই করে গরুর চামড়া দিয়ে ছাউনি দেওয়া হল। সেটা বাজালে এত সুন্দর আওয়াজ হল যে, সালছাফা, মংজিমফা, আফফা সুসিমি, খুরিগিপা মেলাদমফা সকলে খুশি হয়ে হাততালি দিয়ে নাচতে আরম্ভ করল। বাদ্যের তালে মিসি সালজং প্রথমে গৌরী নাচ দেখালো। এইভাবে পৃথিবীতে ওয়ানগালার সময়ে খ্রাম বাজিয়ে ‘‘গৌরী” নাচের প্রচলন হল।

# কথক: সাংগিন সাংমা

# গারো উপকথা’ গ্রন্থ থেকে সংগৃহীত



 




সম্পাদক : মিঠুন রাকসাম

উপদেষ্টা : মতেন্দ্র মানখিন, থিওফিল নকরেক

যোগাযোগ:  ১৯ মণিপুরিপাড়া, সংসদ এভিনিউ ফার্মগেট, ঢাকা-১২১৫। 01787161281, 01575090829

thokbirim281@gmail.com

 

থকবিরিমে প্রকাশিত কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। Copyright 2020 © Thokbirim.com.

Design by Raytahost