Thokbirim | logo

১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

দৃষ্টি ডিব্রা’র দুটি কবিতা

প্রকাশিত : জুন ১১, ২০২১, ২৩:১৯

দৃষ্টি ডিব্রা’র দুটি কবিতা

পরিসমাপ্তি

শুক্ল তিথির চাঁদ ডুবে গেল –

ছেলেটা হেঁটে যাচ্ছে পাহাড় ওপার

দুহাতে তুলে নে ধ্বংসাবশেষ হৃৎপিণ্ডটা।

বহুকাল আগে যা রেখে গিয়েছিল ,

এখানে মাটি চাপা দিয়ে।

ঠিক এখানটাতে, মুখোমুখি বসে,

পৌষের চাঁদ, ডুবে যাওয়া

অবধি দেখবে বলে ভেবেছিল

আজও তার দেখা হয়নি কিছুই,,

দেখা হয়নি তাঁর

তালের শাঁসের  মত নরম জোছনা…

রোদে পোড়া খয়েরি শালিক

ধোয়া হয়ে উড়ে যাওয়া একটি বিকেল  ।

দূরে সন্তানহারা পেঁচা কাঁদছে চাপাস্বরে।

নক্ষত্রের পানে হেঁটে যাচ্ছে ছেলেটা।

হঠাৎ অস্ফুট স্বরে বলে উঠে আমিও নিঃশেষ হব।

যেমন,পাণ্ডুর চাদঁ ডুবে গেল –

কোন এক মাঘ নিশীথে–

ফড়িংয়ের প্রেম  ভুলে ডুবে  গিয়েছিল  সে।

অবেলায় তুমি এলে

একা একা কথা বলা

স্বপ্নের খোঁজে পথ চলা ;

মানে অভিমানে গিয়েছি ভুলে

সেইসব রোদেলা দিন!

পেরিয়ে এসেছি পিছে

ফেলে ইচ্ছের রঙিন ঘুড়ি,

উড়িয়ে ছিলাম সেই কবে?

কোন কিশোরী বেলায়?

কবেই গিয়েছি ভুলে 

সেইসব নিয়েছে ঠাঁই।

স্মৃতির কোন কোনায়?

ভোরের কুয়াশায়

উত্তরে হাওয়ায়

বিষন্নতায় পথ হেঁটেছি একা

তবুও চাইনি তোমার দেখা-

কতরাত গিয়েছ চলে…

আজ বড় অবেলায় তুমি এলে…

বন্ধ দুয়ার, খিল দিয়েছি তুলে

বন্ধ মনেরই অলিগলি…

আমি নিজেকে নিয়েছি খুঁজে।

কভার ছবি তিতাস চাকমা






সম্পাদক : মিঠুন রাকসাম

উপদেষ্টা : মতেন্দ্র মানখিন, থিওফিল নকরেক

যোগাযোগ:  ১৯ মণিপুরিপাড়া, সংসদ এভিনিউ ফার্মগেট, ঢাকা-১২১৫। 01787161281, 01575090829

thokbirim281@gmail.com

 

থকবিরিমে প্রকাশিত কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। Copyright 2020 © Thokbirim.com.

Design by Raytahost