Thokbirim | logo

১৪ই ফাল্গুন, ১৪৩০ বঙ্গাব্দ | ২৭শে ফেব্রুয়ারি, ২০২৪ খ্রিস্টাব্দ

সালজাদ্রি আচিক রাইটার ফোরাম’র পদযাত্রা শুরু

প্রকাশিত : মে ৩১, ২০২১, ১১:০৬

সালজাদ্রি আচিক রাইটার ফোরাম’র পদযাত্রা শুরু

বৃহত্তর ময়মনসিংহে অবস্থানরত গারো লেখক, কবি, প্রাবন্ধিক ও গবেষকগণ যারা বিভিন্ন বিষয়ে বিক্ষিপ্তভাবে লেখেন তাঁদের সংগঠিত করে একত্রিত করণ এবং তাদের মাধ্যমে নতুন প্রজন্মকে লেখালেখিতে উৎসাহিত করণ ও পাঠাভ্যাস তৈরির লক্ষে একটি আচিক রাইটার ফোরাম গঠিত হয়েছে। ফোরামের নাম রাখা হয়েছে ‘সালজাদ্রি আচিক রাইটার ফোরাম’। সালজাদ্রি’র বাংলা অর্থ হচ্ছে সূর্যদোয়ের বিছুরিত আলো। ২৯ মে (২০২১) শনিবার ময়মনসিংহ সদর সেন্টপ্যাট্রিকস ক্যাথেড্রাল চার্চ-এ আলোচনা সভার মাধ্যমে ‘সালজাদ্রি আচিক রাইটার ফোরাম’ সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।
আলোচনা সভায় গঠিত হয়েছে ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি। কমিটির উপদেষ্টাণ্ডলীতে আছেন ফাদার পিটার রেমা, ফাদার শিমন হাচ্ছা এবং অগ্রজ লেখক সুভাষ জেংছাম।

ফাদার বাইওলেন চাম্বুগং

সভাপতি ফাদার বাইওলেন চাম্বুগং

 

কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সেন্টপ্যাট্রিকস ক্যাথেড্রাল চার্চ-এর পালপুরোহিত ও ময়মনসিংহ ক্যাথলিক ডাইওসিসের চ্যান্সেলার ফাদার বাইলেন চাম্বুগং, সেক্রেটারি নির্বাচিত হয়েছেন লেখক ধীরেশ চিরান। সদস্য মিজ লীনা জাম্বিল, মিজ সুর্বণাপলি দ্রং, মি. ফারুক সাংমা।

ধীরেশ-চিরান

সেক্রেটারি ধীরেশ-চিরান

সালজাদ্রি আচিক রাইটার ফোরাম’র গঠনের উদ্দেশ্য সম্পর্কে জানা গেছে-
ময়মনসিংহ মহানগরে অবস্থানরত গারো লেখক, কবি, প্রাবন্ধিক ও গবেষকদের নিয়ে একটি লেখক/রাইটারস্ ফোরাম গঠন;
গারো সমাজের যে সকল কবি লেখক প্রাবন্ধিক ও গবেষকগণ বিভিন্ন বিষয়ে বিক্ষিপ্তভাবে লেখেন তাঁদের সংগঠিত করা;
গারো পাঠক সমাজ গঠন এবং বর্তমান প্রজন্মকে লেখালেখির জন্য উৎসাহিত করা;
প্রকাশনা সমূহ সমাজের সর্বস্তরের পাঠকদের নিকট ছড়িয়ে দেওয়া;
অনেক প্রতিভাবান লেখকদের লেখা/ডকুমেন্ট সমূহ যথাযথ প্রকাশের জন্য উৎসাহিত করা;
বর্তমান প্রজন্মকে লেখালেখিতে অন্তর্ভুক্তির মাধ্যমে পাঠক সমাজ গঠন কর;
গারোদের জীবনমান উন্নয়নে সচেতনতা বৃদ্ধি, শিক্ষা, কৃষ্টি-সংস্কৃতি, মাতৃভাষা চর্চা, ধর্মীয়, ব্যবসা-বাণিজ্য ও কৃষিসহ স্ব-কর্মসংস্থানের উপর প্রামাণ্যচিত্র তৈরি করা/উৎসাহিত করা।

# কভার ছবি ধীরেশ চিরান

।। বিশেষ প্রতিনিধি, ময়মনসিংহ সদর 
সম্পাদক : মিঠুন রাকসাম

উপদেষ্টা : মতেন্দ্র মানখিন, থিওফিল নকরেক

যোগাযোগ:  ১৯ মণিপুরিপাড়া, সংসদ এভিনিউ ফার্মগেট, ঢাকা-১২১৫। 01787161281, 01575090829

thokbirim281@gmail.com

 

থকবিরিমে প্রকাশিত কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। Copyright 2020 © Thokbirim.com.

Design by Raytahost