Thokbirim | logo

৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ২১শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

তেনজিং ডিব্রা’র জোড়া কবিতা

প্রকাশিত : মে ২৪, ২০২১, ২২:১১

তেনজিং ডিব্রা’র জোড়া কবিতা

ভুল স্বপ্নের সেই প্রিয়তমা

অজান্তেই দূর থেকে ভুল করে ভেবেছিলাম;
নিখাঁত তুমি সেই সরলতার প্রতিমা।
ফের অজান্তেই দূর থেকে অন্ধত্ব হয়ে ভেবেছিলাম;
নিখুঁত তুমি সেই স্বপ্নের প্রিয়তমা।
তবে কি তুমি তাই ছিলে?
তবে আমার বেলায় কেনো কাঁদিয়েছিলে।

আজ স্তব্ধ হৃদয়েও আঘাত হানে;
সুষ্ঠ মনে কাঁচ ভাঙে।
সেই উচ্ছাসিত হৃদয় আজ ঢেউহীন;
পুষ্পিত মনে আজ বসন্তহীন।
তবে কি তুমিই আমায় ব্যথা দিয়েছিলে?
তবে আমার বেলায় কেনো কাঁদিয়েছিলে।

যতবার সন্নিকট হই তোমার ওই হৃদয় ছোঁয়ায়
ততবার তুমি সরে যাও, হারিয়ে কালো ছায়ায়
যতবার কার্য চালাই মনের বাসনায়, ওই মিলন মেলায়
ততবার দর্শিত হ্ই তোমার ওই নকল ছায়ায়
তবে কি তুমিই সেই ছিলে?
তবে আমার বেলায় কেনো কাঁদিয়েছিলে।
১৮ই মে ২০২০ ইং
-কালাচাদপুর, ঢাকা

শৈল্পিক হস্ত

হাত বড় খারাপ জিনিস,
এই হাতই আবার মানবতার অস্ত্র।
কিছুক্ষণ আগে এই হাত!
প্রেমিকার নরম কোমল জায়গা স্পর্শ করে এসেছে ।
কেউ কি জানতো !
এই হাত’ই আবার খানিক পরে অনাহারীর মুখে খাবার তুলে দিয়েছে।
কিছুক্ষণ আগে এই হাত!
কদমতলে প্রেমিকার পশ্চাৎ স্পর্শ করে জৈবিক চাহিদা মিটিয়ে এসেছে।
কেউ কি জানতো !
এই হাত’ই আবার বিখ্যাত হবার লক্ষ্যে কবিতা লিখতে বসেছে।
কিছুক্ষণ আগে এই হাত!
হাজারো প্রেমহীন মানুষের কামনা-বাসনা মেটানোর জন্য চটি লিখেছে ।
কেউ কি জানতো !
এই হাত’ই আবার প্রেমিকার উদ্দেশ্যে পবিত্র বাণী লিখতে বসেছে।
কিছুক্ষণ আগে এই হাত!
শৌচাগারে বসে পশ্চাৎ গহ্বর পরিষ্কার করতে রপ্ত হয়েছে।
কেউ কি জানতো !
এই হাত’ই আবার দুহাত তুলে কর্তার কাছে ধ্যান-মগ্নতায় জড়িয়েছে।
কিছুক্ষণ আগে এই হাত!
হিংস্র কালো হাত খুনির রক্তে রঞ্জিত হয়ে ঘরে ফিরেছে ।
কেউ কি জানতো !
এই হাতই আবার মায়ের পা ধরে ক্ষমা চাইতে বসেছে।
হাত বড় খারাপ জিনিস,
এই হাত’ই আবার মানবতার অস্ত্র।গারো উত্তরাধিকার আইন এবং পুরুষদের স্বোপার্জিত সম্পত্তি বিষয়ক আইনের বই  ‘প্রবন্ধ সংগ্রহ’

প্রমোদ মানকিন স্মরণে কবি মতেন্দ্র মানখিনের কবিতা

করোনায় পাহাড়ি আদিবাসীদের সংকটময় জীবন যাপন

করোনায় কেমন যাচ্ছে আদিবাসীদের জীবন 

করোনাকালীন তিনটি কবিতা ।। মতেন্দ্র মানখিন

একজন ভালো মনের মানুষ ব্রাদার গিয়োম ।।  কিউবার্ট রেমা

ইকো-ট্যু‌রিজম প্রকল্প বানাম ১৭ কোটি টাকার হিস্যা

গারো ভাষায় জেগে ওঠার গান -হাই আনচিং খ্রেংনা

 
সম্পাদক : মিঠুন রাকসাম

উপদেষ্টা : মতেন্দ্র মানখিন, থিওফিল নকরেক

যোগাযোগ:  ১৯ মণিপুরিপাড়া, সংসদ এভিনিউ ফার্মগেট, ঢাকা-১২১৫। 01787161281, 01575090829

thokbirim281@gmail.com

 

থকবিরিমে প্রকাশিত কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। Copyright 2020 © Thokbirim.com.

Design by Raytahost