Thokbirim | logo

২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

কবিতার ময়ূর নৃত্য ।। মতেন্দ্র মানখিন

প্রকাশিত : এপ্রিল ২৫, ২০২১, ১০:১৩

কবিতার ময়ূর নৃত্য ।। মতেন্দ্র মানখিন

১.

এ পাশে মণিপুরি পাড়া ওপাশে চন্দ্রিমা উদ্যান

মাঝখানে বহতা জীবন মূল স্রোতধারা

উৎসুক জোয়ার ভাটায় আদিবাসী গীত-রঙ্গ পুরাণ

ইতিহাস তা-তা থই-থই-কবিতার ময়ূর নৃত্য

ভক্তি সমর্পণ গারো দেবতা তাতারা-রাবুগার প্রতি

সুন্দরের স্তবগান কুহু-কেকা মধুর কলরব।

 

যত জড়া-ব্যধি-মৃত্যুশোক- অমঙ্গল অনাচার

মুছে যাক। প্রাণশক্তি ফিরে পাক শীর্ণ-ধরণী

স্থিত-ধীর হোক অস্থির সংসার

প্রকৃতির অনাবিল তরঙ্গে মিশে যাক এ জীবন।

 

শেকড়ে জাগুক প্রাণ প্রশান্তির ফল্গুধারা

জেগে উঠুক লোক-লোকালয় কবিতার ময়ূর নৃত্যে

দোলে উঠুক প্রকৃতির স্বাভাবিক তরঙ্গ

মনুষ্যত্ব বিকাশের সুর। ছন্দে-আনন্দে মুখরিত

হোক-নদী, বন-গিরি, পাহাড় অরণ্য।

 

মণিপুরিপাড়া, ০১/০৩/২১

 

২.

তোমার উঠোনে সপ্তমীর এক ফালি চাঁদ মনোরমা

হিমেল বাতাসে দকমান্দা পরে নাচে

সুন্দর মুখশ্রী-আনন্দিতা বলেই প্রতীয়মান হয়

দুলর্ভ সময়ে অর্পূব কবিতার ময়ূর নৃত্য।

 

ঝুম ঝুম ঝুম তোমার পায়ে জাদুর নূপুর

স্বপ্নগুলো নেচে ওঠে স্বর্গ-নরক-পৃথিবী

মন্ত্রমুগ্ধ হয়ে দেখি বণিক্যপাড়ার স্বর্ণমুদ্রায় গড়া

প্রতিমাকে। কিছু কিছু স্বপ্নের দোলা কিছু বাস্তব

কিছু শুধু মায়া-মরীচিকা।

 

সত্যের আড়ালে লুকানো সুন্দর প্রত্যাশার চেয়েও প্রাপ্তি

মুখোমুখী নয় তবু কাছাকাছি বিচিত্র বর্ণের মুখ

আনাগোনা করে।

 

ছায়াকানন, ১৩/১০/২১

 

৩.

কোনো পুজো-পার্বণ নেই, বেকারত্বের যাঁতাকলে পিষ্ট

গারো দেব-দেবী কবিতার ময়ূর নৃত্য দেখে সময় কাটায়

খর-তপ্ত দিনে হন্যে হয়ে ঘুরছে অভাবের তাড়নায়।

 

বদলে গেছে গারোদের ধর্ম-দর্শন আচার অনুষ্ঠান

গ্রাম ছেড়ে শহরবাসী আজ অনেকেই

দেব-দেবীর পুজোস্থান বেদখল হয়ে গেছে সব

বাস্তুহারা দেব-দেবীরা পলাতক এখন।

 

গারোদের সংকট-সংঘাতে পাশে এসে দাঁড়ায়নি কোনো

দেব-দেবী কোনো সহায়তা দেয়নি দুঃখের দিনে।

 

ছায়াকানন, ০৫/১২/১৯

কভার প্রচ্ছদ নির্ঝর নৈঃশব্দ্য



মতেন্দ্র মানখিন

কবি মতেন্দ্র মানখিন

মতেন্দ্র মানখিন 

মতেন্দ্র মানখিন গারো জাতিসত্তার বিশিষ্ট কবি, গীতিকার এবং প্রাবন্ধিক। ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার দীগলবাগ গ্রামে ১৯৫২ সালের ৩ জানুয়ারি জন্মগ্রহণ করেন।মতেন্দ্র মানখিন কবি হিসেবেই অত্যধিক পরিচিত। তিনি গারো ভাষায় কালজয়ী ‘বাঙআ জাবুচ্চিম দুখনি সাগাল বালজ্রুয়ে’ গানটি লিখেছেন। কবি মতেন্দ্র মানখিন ছাত্র জীবন থেকেই কবিতা চর্চা শুরু করেন। প্রথম কবিতা প্রকাশ হয় ১৯৯৬ সালে। তিনি দীর্ঘদিন মিশনারি প্রথমিক বিদ্যালয় পরিদর্শক ছিলেন। ইউনিয়ন অব ক্যাথলিক এশিয়ান নিউজ(উকোন) সংবাদ মাধম্যের সাথেও তিনি সম্পৃক্ত ছিলেন।

বর্তমানে অবসর জীবনে তিনি স্বাধীনভাবে লেখালেখি নিয়ে ব্যস্ত আছেন। একক ও সম্মিলিতভাবে তার ৭টি কাব্যগ্রন্থ ও ২টি প্রবন্ধ গ্রন্থ প্রকাশিত হয়েছে। তিনি গারো ও বাংলায় অনেক দেশত্ববোধক ও ধর্মীয় গান লিখেছেন।

বৈবাহিক জীবনে কবি তিন ছেলে এক মেয়ের জনক। স্ত্রী তুষি হাগিদক একজন বীর মুক্তিযোদ্ধা।

সম্মাননা লাভ:

তিনি যেসব সংগঠন ও প্রতিষ্ঠান হতে সাহিত্য স্মাননা লাভ করেছেন: খ্রিষ্টান ছাত্র কল্যাণ সংঘ, ঢাকা থেকে- ‘অনল সাহিত্য পুরষ্কার’ -১৯৮১। ভালুকাপাড়া মিশন খ্রিষ্ট-জন্ম- জয়ন্তী ২০০০’ পদক স্মাননা’-২০০০।   গারো অঞ্চলে খ্রিষ্ট ধর্ম প্রচারের শতবর্ষ পূর্তি জয়ন্তী উৎসব’ নেত্রকোনা থেকে ‘ বিশেষ সাহিত্য সম্মাননা’ – ২০১০। সুসং দুর্গাপুর সাহিত্য সমাজ, নেত্রকোনা কবিতা উৎসবে- ‘সাহিত্য সম্মাননা’২০১২। ঢাকা ওয়ানগালা ‘সাহিত্য সম্মাননা’- ২০১২। কারিতাস (পারলাম) ময়মনসিংহ অঞ্চল, ধোবাউড়া, মানবাধিকার দিবস ‘সাহিত্য সম্মাননা’- ২০১২। ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন’ সখিপুর টাঙ্গাইল- সম্মাননা’-২০১৫। সমুজ্জ্বল সু-বাতাস ২৫ বছর পূর্তি উৎসব সম্মাননা  বান্দরবান- ২০১৬। ময়মনসিংহ শিল্পকলা একাডেমি সম্মাননা -২০১৬। থকবিরিম সাহিত্যপত্র সম্মাননা- ২০১৯, বাংলাদেশ সাহিত্য জাদুঘর, দুর্গাপুর, নেত্রকোণা ইত্যাদি।

প্রকাশিত গ্রন্থ :

কবিতা গ্রন্থ : পাথর চাপা ফুল, কবি ও কবিতা কাহিনি, না প্রেম না বসতি, এইতো জীবন এইতো মাধুরী, হৃদয় বৃত্তান্ত এক কষ্টের নদী, ধূর্তছায়া নষ্টকাল, জাতথাংনি জুমাং ( জাতিসত্তার স্বপ্ন), কবিতার ময়ূর নৃত্য।

প্রবন্ধ : গারো সমাজ ও সংস্কৃতি দুয়াল গোত্র, গারোদের লোকায়ত জীবনধারা।



করোনায় পাহাড়ি আদিবাসীদের সংকটময় জীবন যাপন

করোনাকালীন তিনটি কবিতা ।। মতেন্দ্র মানখিন

একজন ভালো মনের মানুষ ব্রাদার গিয়োম ।।  কিউবার্ট রেমা




সম্পাদক : মিঠুন রাকসাম

উপদেষ্টা : মতেন্দ্র মানখিন, থিওফিল নকরেক

যোগাযোগ:  ১৯ মণিপুরিপাড়া, সংসদ এভিনিউ ফার্মগেট, ঢাকা-১২১৫। 01787161281, 01575090829

thokbirim281@gmail.com

 

থকবিরিমে প্রকাশিত কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। Copyright 2020 © Thokbirim.com.

Design by Raytahost