Thokbirim | logo

৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

মান্দি বাড়ি ।। নিগূঢ় ম্রং

প্রকাশিত : এপ্রিল ২২, ২০২১, ১৮:৩০

মান্দি বাড়ি ।। নিগূঢ় ম্রং

মান্দি বাড়ি মনে পড়ে
চোখে ভেসে আসে নকমান্দি
নকমিখাং, নকগিল, নকচল।
নকদি, নকমং, নকমিথ্রা, নকফান্থি-
উঠোনে রোদে শুকানো দকমান্দা আর দকসারি।

ঘরের খুঁটির কি অপরূপ নাম বালবাং
থাকে অংগারি এর চারপাশ পরিপাটি,
খাইসিম দিকগক, জালিক ওয়াসিং
ক্ষারি দিকগক,
মিগন, চিখক।
খকখ্রেং আরো হামফক।

ঘরের চালে শুকানো থাকে চু মান্থি
ঘরে ঝোলানো থাকে রাং, দামা, খ্রাম, নাথুক।

চু’র গন্ধে ম ম ম ম করে
ফং মুচকি হাসি দিয়ে উঁকি দেয়।
দিখ্যা, দিকথম আহ!
চু’র কি অপরূপ স্বাদ- চিয়া মেসেঙা, খাআ চিয়া।
সরল চিহ্নের মতো সরলা কত ছবি,
ভয়ানক কি স্বপ্ন নিয়ে বাঁচি।
মান্দি বাড়ি।



নিগূঢ় ম্রং তরুণ কবি। প্রকাশিত গ্রন্থ : বহিঃপ্রকাশ (২০২১, থকবিরিম)



করোনাকালীন তিনটি কবিতা ।। মতেন্দ্র মানখিন

একজন ভালো মনের মানুষ ব্রাদার গিয়োম ।।  কিউবার্ট রেমা




সম্পাদক : মিঠুন রাকসাম

উপদেষ্টা : মতেন্দ্র মানখিন, থিওফিল নকরেক

যোগাযোগ:  ১৯ মণিপুরিপাড়া, সংসদ এভিনিউ ফার্মগেট, ঢাকা-১২১৫। 01787161281, 01575090829

thokbirim281@gmail.com

 

থকবিরিমে প্রকাশিত কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। Copyright 2020 © Thokbirim.com.

Design by Raytahost