Thokbirim | logo

২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

খাগড়াছড়ি গুইমারায় এক আদিবাসী নারীকে মারধরের অভিযোগ

প্রকাশিত : এপ্রিল ১৯, ২০২১, ১১:০৩

খাগড়াছড়ি গুইমারায়  এক আদিবাসী  নারীকে মারধরের অভিযোগ

খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারায় ছাত্রলীগের গুইমারা উপজেলা সাবেক সভাপতি সাগর চৌধুরী কর্তৃক ক্রইনুচিং মারমা (৪০) নামে এক আদিবাসী নারীকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে।

গতকাল রবিবার (১৮ এপ্রিল ২০২১) আনুমানিক সকাল সাড়ে ১১টার সময় এ মারধরের ঘটনা ঘটে।

মারধরের শিকার ক্রইনুচিং মারমা ইউনিসেফ এর পাড়া কেন্দ্রের একজন শিক্ষিকা। তার বাড়ি গুইমারা উপজেলার বুদং পাড়ায়। নিজ পাড়া কেন্দ্রেই তিনি মারধরের শিকার হন বলে জানা যায়।

সাগর চৌধুরী ছাত্রলীগের গুইমারা উপজেলার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে স্থানীয়রা নিশ্চিত করেছেন। তিনি দার্জিলিং টিলার মৃত নিরঞ্জন চৌধুরীর ছেলে।

খবর নিয়ে জানা যায়, সাগর চৌধুরী বেশ কয়েকদিন ধরে রাজনৈতিক ক্ষমতা অপব্যবহার করে পাড়া কেন্দ্রের শিক্ষিকা ক্রইনুচিং মারমাকে নানা কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। কিন্তু শিক্ষিকা এতে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হন সাগর চৌধুরী। যার কারণে গতকাল তিনি ক্রইনুচিং মারমার পাড়া কেন্দ্রে গিয়ে জোরপূর্বক ভাবে তাকে বেধড়ক মারধর করেন বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।

তবে উক্ত ঘটনায় থানায় এখনো কোন অভিযোগ দায়ের করা হয়েছে কিনা তা জানা যায়নি।

।। খাগড়াছড়ি প্রতিনিধি



একজন ভালো মনের মানুষ ব্রাদার গিয়োম ।।  কিউবার্ট রেমা

ব্রাদার গিয়োমের সাথে যত মধুর স্মৃতি ।। রঞ্জিত রুগা

https://www.facebook.com/100101444697668/videos/782974379102661

https://www.youtube.com/channel/UCIN1jWNhsu6FJvLX6wdQABg




সম্পাদক : মিঠুন রাকসাম

উপদেষ্টা : মতেন্দ্র মানখিন, থিওফিল নকরেক

যোগাযোগ:  ১৯ মণিপুরিপাড়া, সংসদ এভিনিউ ফার্মগেট, ঢাকা-১২১৫। 01787161281, 01575090829

thokbirim281@gmail.com

 

থকবিরিমে প্রকাশিত কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। Copyright 2020 © Thokbirim.com.

Design by Raytahost