Thokbirim | logo

৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

প্রাপ্য হিসাব ।। পংকজ খকসী

প্রকাশিত : ফেব্রুয়ারি ১৬, ২০২১, ০০:৪৫

প্রাপ্য হিসাব ।। পংকজ খকসী

কাক দেখলে রাগ হয় ,

কোকিল দেখলে খুশি

কোকিল কি  উপকারি, কাক কি নয় ?

কাক কি মহা দোষে দোষী ?

কার কি কোকিলের সুমিষ্ট কণ্ঠ বলে ?

দোষ কি কাকের  কণ্ঠ  কর্কশ  বলে?

কাক কি ময়লা খায় বলে ,?

দোষ নয়, কাকের ডিম খেয়ে নিজের ফুটালে?

 

যাকে নিয়ে মাতামাতি সে কাকের পালিত হয়ে পিঠাপিঠি ,

সে কাকের দান ময়লা খেয়েই শিখেছে ঊড়া-হাঁটাহাঁটি ।

মানুষ হইলে ধারন করত কাক নাম ,

তখন ক্ষুণ্ণ হত তার কোকিলি দাম।

 

সুমিষ্ট  কণ্ঠের সুন্দর গরনের অলস -স্বার্থপর  পাখি ।

বেহুশ মানুষ তারে দেখলেই মহা খুশি নাকি …

কোকিল মিষ্টি সুরে ভুলায় মন,

সুন্দর চেহারায় ঢাকে বদ আচরণ ।

সাধু বেশে  লুকিয়ে করে কাকের ক্ষতি,

সেই ভণ্ড অসৎকেই নিয়ে মাতামাতি।

 

তার শ্রোতার অভাব নাই ,

কাক বললে সবাই দ্রুত তাড়ায়

কারণ জগত কাকের মত কর্মীর নয়,

তাই কোকিলের মত  ভণ্ডেরই জয় ।

 

কাক নিজে ময়লা খেয়ে ,

মেখে ময়লা নিজ গায়ে,

জগত করে পরিস্কার

কাক  কোকিলের মাতা ,

কোকিলের  ত্রাতা,

প্রতিদান শুধু তিরস্কার।

 

কারণ জগতে ভণ্ডের জয়,

কাকের মত কর্মীর নয়।

যে সুমিষ্ট কথা কয় ,

তারই শত  গুনগান হয়।

দাতা দণ্ডিত সর্বদা,

তার হয় না সঠিক মর্যাদা

অকর্মা কর্মীর অপবাদ,

সাধু ভণ্ডের প্রবাদ।

 

কাকের মত শতকোটি শ্রমজীবী মানুষ

কোকিলের মত কতক  ধনী ভণ্ড বেহুশ

কাকের প্রাপ্য হিসাব,

মিটাও  কোকিল সাব।



 




সম্পাদক : মিঠুন রাকসাম

উপদেষ্টা : মতেন্দ্র মানখিন, থিওফিল নকরেক

যোগাযোগ:  ১৯ মণিপুরিপাড়া, সংসদ এভিনিউ ফার্মগেট, ঢাকা-১২১৫। 01787161281, 01575090829

thokbirim281@gmail.com

 

থকবিরিমে প্রকাশিত কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। Copyright 2020 © Thokbirim.com.

Design by Raytahost