Thokbirim | logo

৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

আজ হাজাংমাতা রাশিমণির ৭৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনলাইন অনুষ্ঠান

প্রকাশিত : জানুয়ারি ৩১, ২০২১, ১০:২৮

আজ হাজাংমাতা রাশিমণির ৭৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনলাইন অনুষ্ঠান

 আজ রোববার (৩১ জানিুয়ারি ২০২১) মহীয়সী নারী, টংক আন্দোলনের নেত্রী প্রথম নারী শহিদ হাজংমাতা রাশিমণির ৭৫তম মৃত্যুবার্ষিকী। সাধারণত এদিনটি উপলক্ষে রাশিমণির স্মৃতিসৌধ চত্বরেনেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বহেরাতলি গ্রামে প্রতিবছর ৭দিনব্যাপী রাশিমণি মেলা অনুষ্ঠিত হয়। সেখানে ১৯৪৬ সালের ৩১ জানুয়ারি ব্রিটিশ পুলিশ বাহিনী দ্বারা দলবল নিয়ে সুরেন্দ্র হাজংসহ রাশিমণি হাজং সম্মুখ যুদ্ধে শহিদ হন। সে সময় হাজংদের মাঝে জমিদারদের চাপিয়ে দেয়া অন্যায় টংক নীতির বিরুদ্ধে হাজংদের আন্দোলন জেরালোভাবে গড়ে ওঠেছিল। ব্রিটিশ পুলিশ বাহিনী সেদিন আন্দোলনকারী হাজংদের ধরতে গ্রামে গ্রামে হানা দিলে কাউকে না পেয়ে বহেরাতলি গ্রামের সদ্য বিবাহিতা যুবতি কুমুদিনী হাজংকে ধরে নিতে থাকলে তাঁকে রক্ষার জন্য যুদ্ধটি সংঘটিত হয়। পরবর্তীতে রাশিমণি শহিদ হওয়ার স্থানে তাঁর স্মরণে একটি স্মৃতিসৌধ প্রতিষ্ঠা করে হাজংমাতা রাশিমণি মেমোরিয়াল ট্রাস্ট। কিন্তু এবার বিশ্ব কোভিড১৯ মহামারির কারণে সেভাবে অনুষ্ঠানের আয়োজন থাকছে না। কিন্তু তবুও দিনটি উপলক্ষে নানা সংগঠন অন্তত হাজংমাতা রাশিমণির স্মৃতিসৌধে গিয়ে পুষ্পাঞ্জলি অর্পণ করে তাঁকে শ্রদ্ধা জানাবে বলে জানিয়েছে বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনের সাধারণ সম্পাদক পল্টন হাজং।

 আজ ৩১ জানুয়ারি ২০২১, রবিবার, সন্ধ্যা :৩০ টায় বাংলাদেশ হাজং ছাত্র সংগঠন তাদের সংগঠনের ফেসবুক পেইজে একটি অনলাইন আলোচনার আয়োজন করা হয়েছে। বিষয়: হাজংমাতা রাশিমণির জীবন আদিবাসীদের অধিকার নিয়ে যুব সমাজের ভাবনা। দেশের বিভিন্ন ছাত্রযুব সংগঠনের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেবেন। আলোচনায় অংশ নেবেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশ, কেন্দ্রীয় পরিষদের সভাপতি গোলাম মোস্তফা, বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক অলিক মৃ, পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নিপন ত্রিপুরা। বাংলাদেশ হাজং ছাত্র সংগঠন কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক আশীষ হাজংয়ের সঞ্চালনায় আলোচনাটি সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি জিতেন্দ্র হাজং।

  এছাড়াও হাজাংমাতা রাশিমণির ৭৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এবার অনলাইন আলোচনা আয়োজন করেছে বাংলাদেশ আদিবাসী ফোরাম রাশিমণি হাজংয়ের জীবন সংগ্রাম আদিবাসীদের অধিকার শীর্ষক আলোচনাটি অনুষ্ঠিত হবে ৩১ জানুয়ারি ২০২১, রবিবাররাত টা। বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রংয়ের সভাপতিত্বে সদস্য সোহেল হাজংয়ের সঞ্চালনায় আলোচনায় অংশ নেবেনহাজংমাতা রাশিমণি মেমোরিয়াল ট্রাস্টএর চেযারপার্সন নিজেরা করির সমন্বয়কারী খুশী কবির, লেখক গবেষক আলী আহাম্মদ খান আইয়োব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক . জোবাইদা নাসরীন, বিরিশিরি ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একেডেমির পরিচালক শরদিন্দু হাজং স্বপন, বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনের সাধারণ সম্পাদক পল্টন হাজং, বাংলাদেশ হাজং ছাত্র সংগঠনের সভাপতি জিতেন্দ্র হাজং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিতা হাজং রূপশ্রী হাজং। অনুষ্ঠানটি সরাসরি দেখা যাবে আইপিনিউজের ফেসবুক পেইজে।

।। বিশেষ প্রতিনিধি, থকবিরিম

 

 

 

 

 

 

 




সম্পাদক : মিঠুন রাকসাম

উপদেষ্টা : মতেন্দ্র মানখিন, থিওফিল নকরেক

যোগাযোগ:  ১৯ মণিপুরিপাড়া, সংসদ এভিনিউ ফার্মগেট, ঢাকা-১২১৫। 01787161281, 01575090829

thokbirim281@gmail.com

 

থকবিরিমে প্রকাশিত কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। Copyright 2020 © Thokbirim.com.

Design by Raytahost