Thokbirim | logo

৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

 ময়মনসিংহ শহর খ্রিষ্টান ক্রেডিট নির্বাচন ।।“স্বচ্চ, সুন্দর, নিষ্ঠা ও প্রগতির লক্ষ্যে”‘পলাশ-তিতুস-সুকুমার-জেমস’ প্যানেল

প্রকাশিত : জানুয়ারি ২০, ২০২১, ০০:১৭

 ময়মনসিংহ শহর খ্রিষ্টান ক্রেডিট নির্বাচন ।।“স্বচ্চ, সুন্দর, নিষ্ঠা ও প্রগতির লক্ষ্যে”‘পলাশ-তিতুস-সুকুমার-জেমস’ প্যানেল

আগামী ৫-ই ফেব্রুয়ারি বৃহত্তর ময়মনসিংহে বসবাসরত গারো আদিবাসীদের দ্বারা পরিচালিত বৃহত্তম ক্রেডিট  ‘ময়মনসিংহ শহর খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন’এর ব্যবস্থাপনা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছে দুটি প্যানেল। একটি হচ্ছে ‘পলাশ-তিতুস-সুকুমার-জেমস’-এর প্যানেল এবং অন্যটি হচ্ছে ‘ইউনুস-দুলেন-মার্টিন-মুকুট’ প্যানেল।

ইতোমধ্যে ‘পলাশ-তিতুস-সুকুমার-জেমস’ তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছেন।ইশতেহার সমূহ :

|১। সদস্যগণের স্বাধীনভাবে মতামত প্রকাশের অধিকার, গণতান্ত্রিক নেতৃত্ব, স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করা।

২। প্রত্যেক সদস্যের অভিযোগসমূহ গুরত্বপূর্ণ বিবেচনা করে তার যৌক্তিক সমাধান করা।

৩। বোর্ড, কর্মী ও সদস্যগণের মাঝে সৌহার্দপূর্ণ সম্পর্ক স্থাপন ও সমন্বয়সাধন করা।

৪। সমিতির গ্রাহক সেবার মান সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করা।

৫। প্রতিষ্ঠানকে সঠিক পথে পরিচালিত করার উদ্দেশ্যে একটি উপদেষ্টা পরিষদ গঠন করা।

৬। মতামত/পরামর্শ বাক্সের সঠিক ব্যবহার নিশ্চত করা।

৭. সমিতির পরিচালনা ব্যয় যৌক্তি পযায়ে কমিযে সদস্যগণকে অধিক মুনাফা প্রদান ও  নতুন নতুন আয় বর্ধক কাযক্রম গ্রহণ করা।

৮। সদস্যগণের মাঝে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী উদ্যোক্তা তৈরী করার উদ্দেশ্যে নতুন নতুন ঋণ প্রোডাক্ট চালু করা।

৯। সদস্যপদ গ্রহণ প্রক্রিয়া সহজীকরণ করে দ্রুত সদস্য সংখ্যা বৃদ্ধি ও সমিতির মূলধন বৃদ্ধি করা।

১০। চলমান গৃহায়ণ প্রকল্পকে আরো সুন্দর ও স্বচ্ছভাবে পরিচালনা করা এবং প্রান্তিক সদস্যগণের কথা বিবেচনা করে নতুন নতুন আকর্ষণীয় প্রকল্প চালু করা।

|১১। সমিতির প্রত্যেক সদস্যের প্রাপ্য সম্মান নিশ্চিত করা।

‘পলাশ-তিতুস-সুকুমার-জেমস’ প্যানেলের পক্ষ থেকে সভাপতি পদপ্রার্থী পলাশ রেমা থকবিরিম নিউজকে বলেন, বিশেষভাবে দীর্র্ঘদিন যাবৎ একই ব্যক্তিবর্গ যখন একই দায়িত্বে অধিষ্ঠ থাকে তখন প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা, স্বচ্চতা ও সেবার বিষয়টি অবহেলিত হয়ে পড়ে এবং প্রতিষ্ঠানে বিশাল এক নেতৃত্ব শূন্যতা দেখা দেয়। এইসকল দিক বিবেচনায় নিয়েই পলাশ-তিতুস-সুকুমার-জেমস প্যানেল প্রতিদ্বন্দ্বীতা করার আগ্রহ প্রকাশ করেছি এবং আমরা সবার কাছে আর্শীবাদ প্রর্থনা করছি।

।। বিশেষ প্রতিনিধি, ময়মনসিংহ




সম্পাদক : মিঠুন রাকসাম

উপদেষ্টা : মতেন্দ্র মানখিন, থিওফিল নকরেক

যোগাযোগ:  ১৯ মণিপুরিপাড়া, সংসদ এভিনিউ ফার্মগেট, ঢাকা-১২১৫। 01787161281, 01575090829

thokbirim281@gmail.com

 

থকবিরিমে প্রকাশিত কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। Copyright 2020 © Thokbirim.com.

Design by Raytahost