Thokbirim | logo

৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ২২শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

বীর মুক্তিযোদ্ধা বীরেন্দ্র সাংমা (চিরান) আর নেই

প্রকাশিত : জানুয়ারি ১৬, ২০২১, ১৩:০৩

বীর মুক্তিযোদ্ধা বীরেন্দ্র সাংমা (চিরান) আর নেই

ভালুকা থানাধীন মল্লিকবাড়ি নিবাসী বীর মুক্তিযোদ্ধা বীরেন্দ্র চিরান(সাংমা) মারা গেছেন। তিনি দীর্ঘসময় ধরে নানা রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন। আজ শনিবার (১৬ জানুয়ারি২০২১) সকাল ১০.০০/ ১০.৩০মি. সময়ে নিজ বাড়িতে মারা যান।মারা যাবার সময় তিন ছেলে(তাঁর চার ছেলে, বড় ছেলে এবং স্ত্রী মারা গেছেন অনেক আগেই)  এক মেয়ে এবং অসংখ্যগুণগ্রাহী রেখে গেছেন।

বীর মুক্তিযোদ্ধা বীরেন্দ্র সাংমার জন্ম ১৯৪৮ সালের ১নভেম্বর শেরপুর জেলার ঝিনাইগাতী থানাধীন বারমারি গ্রামে। বীরেন্দ্র সাংমা মুক্তিযুদ্ধের সময় শেরপুর সরকারি কলেজের ইন্টার ফাইনালের ছাত্র ছিলেন। তিনি মা-বাবার বারণ না শুনে চোরের মতো যুদ্ধে পালিয়ে গিয়েছিলেন। বীরেন্দ্র সাংমা যুদ্ধ করেছেন ১১ নম্বর সেক্টরে। সেক্টর কমান্ডার ছিলেন কর্নেল তাহের।

বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে থকবিরিম পরিবার গভীর শোক প্রকাশ করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে।

।। থকবিরিম বার্তা



বিশেষ সাক্ষাৎকার :

মুক্তিযুদ্ধে আমরা জোর করেই একপ্রকার চোরের মতো ভাইগা গেসি ।। বীরেন্দ্র সাংমা




সম্পাদক : মিঠুন রাকসাম

উপদেষ্টা : মতেন্দ্র মানখিন, থিওফিল নকরেক

যোগাযোগ:  ১৯ মণিপুরিপাড়া, সংসদ এভিনিউ ফার্মগেট, ঢাকা-১২১৫। 01787161281, 01575090829

thokbirim281@gmail.com

 

থকবিরিমে প্রকাশিত কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। Copyright 2020 © Thokbirim.com.

Design by Raytahost